ভিডিও বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৩১ রাত

রানের পাহাড় গড়েও দক্ষিণ আফ্রিকার কাছে হারলো ভারত

ছবি: সংগৃহীত, রানের পাহাড় গড়েও দক্ষিণ আফ্রিকার কাছে হারলো ভারত

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে টানা সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচে তার সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩৫৮ রান করেও দক্ষিণ আফ্রিকার কাছে ৪ উইকেটে হেরেছে স্বাগতিকরা।

শহীদ বীর নারায়ণ সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে দুই ওপেনারকে হারায় ভারত। সেখান থেকে তিনে নামা কোহলি ও চারে নামা ঋতুরাজ ১৯৫ রানের দুর্দান্ত জুটি গড়েন। ক্যারিয়ারের অষ্টম ওয়ানডে খেলতে নামা ঋতু ৮৩ বলে ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি ১২টি চারের সঙ্গে দুটি ছক্কা মারেন। ওয়ানডে ক্যারিয়ারের ৫৩ এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের ৮৪তম সেঞ্চুরির পথে কোহলি ৯৩ বল খেলে সাতটি চার ও দুটি ছক্কায় ১০২ রান করেছেন। প্রথম ম্যাচে ১২০ বলে ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি।

জয়ের জন্য ৩৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক মাত্র ৮ রান করে আউট হয়ে যান। এরপর ১০১ রানের জুটি গড়েন মারক্রাম ও টেম্বা বাভুমা। ৪৮ বলে ৪৬ রান করে আউট হন বাভুমা।

এরপর ৬০ রানে জুটি গড়ে তোলেন মারক্রাম ও ম্যাথিউ ব্রিজটেক। দলীয় ১৯৭ রানের মাথায় আউট হন এইডেন মারক্রাম। ৯৮ বলে ১১০ রান করে আউট হন এইডেন মারক্রাম। ১০টি বাউন্ডারি ও ৪টি ছক্কার মার ছিল তার ব্যাটে।

আরও পড়ুন

ম্যাথিউ ব্রিজটেক ৬৪ বলে করেন ৬৮ রান। এছাড়া ডেওয়াল্ড ব্রেভিস ৩৪ বলে ৫৪ রান করে আউট হন। টনি ডি জর্জি ১১ বলে ১৭ রান করে আহত হয়ে মাঠ ছাড়েন। শেষ দিকে ১৫ বলে ২৯ রানে অপরাজিত থাকেন করবিন বোশ। ১৪ বলে ১০ রান করেন কেশভ মাহারাজ। ভারতীয়দের মধ্যে প্রাসিদ কৃষ্ণা ২ উইকেট নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রানের পাহাড় গড়েও দক্ষিণ আফ্রিকার কাছে হারলো ভারত

‘কমপ্লিট শাটডাউন’ নিয়ে যে বার্তা দিলেন প্রাথমিকের শিক্ষকরা

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল

বগুড়া শহরের চাঁদনী বাজার মোড় আজও হয়নি ক্লক টাওয়ার নির্মাণ দখল-দূষণে অন্তহীন দুর্ভোগ

স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল

নাতনিকে বিয়ে না করার পরামর্শ দিলেন জয়া বচ্চন