খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
আজ বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ৭টা ৭মিনিটে প্রধান উপদেষ্টার গাড়িবহর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করে।
এসময় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাকে নিয়ে চতুর্থ তলায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে যান। সেখানে বিশেষ ব্যবস্থায় মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে।
আরও পড়ুনবিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এবং খালেদা জিয়ার ছোট ছেলের সহধর্মিনী সৈয়দা শামিলা রহমানও রয়েছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1764772402.jpg)
_medium_1764769319.jpg)






