জুয়াকাণ্ডে জড়িত থাকায় অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ
বিনোদন ডেস্কঃ ভারতের বেশ কয়েকজন জনপ্রিয় তারকার নাম জড়িয়েছে অনলাইন জুয়াকাণ্ডের সঙ্গে। বলিউড অভিনেত্রী নেহা শর্মা আছেন এ তালিকায়। নিষিদ্ধ অনলাইন জুয়া খেলার অ্যাপের প্রচার করে বিপুল অবৈধ অর্থ উপার্জনের অভিযোগ অভিনেত্রীর বিরুদ্ধে। অবৈধ অ্যাপে জড়িত থাকার কারণে গতকাল মঙ্গলবার ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অভিনেত্রীকে তলব করে।
সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর, মঙ্গলবার ইডি অফিসে হাজিরা দিয়েছেন অভিনেত্রী। নেহার বয়ান রেকর্ড করা হয়েছে। যদিও জিজ্ঞাসাবাদের বিষয়ে অভিনেত্রী কোনো মন্তব্য করেনি।
বেটিং অ্যাপের বিজ্ঞাপনমূলক প্রচারের জন্য চুক্তিবদ্ধ ছিলেন নেহা। অবৈধ অ্যাপ প্রচারের জন্য কীভাবে পারিশ্রমিক দেওয়া হতো তা খতিয়ে দেখা হচ্ছে। ইডির পক্ষ থেকে জানানো হয়েছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারত জুড়ে এই অ্যাপের প্রচার চালাত। শুধু তাই নয় এই অ্যাপের প্রচারের অর্থ আসত অবৈধ উৎস থেকে।
এর আগেও একাধিক অভিনেতা-অভিনেত্রীকে অনলাইন বেটিং অ্যাপে বিজ্ঞাপন করার অভিযোগে ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে। এই তালিকায় রয়েছেন বলিউডের তারকা উর্বশি রাউতেলা, সোনু সুদ ছাড়াও টলিউডের মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, যুবরাজ সিং, শিখর ধাওয়ান, সুরেশ রায়না প্রমুখ।
মন্তব্য করুন





_medium_1764690264.jpg)
_medium_1764689204.jpg)


_medium_1764762222.jpg)