‘আমার স্বপ্নের মেয়ের সঙ্গে বিয়ের সাত বছর’
বিনোদন ডেস্ক : বিবাহবার্ষিকীর বিশেষ দিনটি উপলক্ষ্যে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নিলেন তার স্বামী মার্কিন পপ তারকা নিক জোনাস। স্বপ্নের মেয়ের জন্য একটি আবেগঘন পোস্ট করেছেন নিক।
তবে প্রিয়াঙ্কার মুখ নয়, বরং তিনি কেবল অভিনেত্রীর গ্ল্যামারাস লুকের এক ঝলক শেয়ার করেছেন, যেখানে তার পিঠ দেখা যাচ্ছে। ছবিটি অস্পষ্ট হলেও এর পেছনের আবেগ স্পষ্ট। স্ত্রীকে মনের কথা জানাতে গিয়ে নিক লিখেছেন, ‘আমার স্বপ্নের মেয়ের সঙ্গে বিয়ের সাত বছর।’ নিক এবং প্রিয়াঙ্কা দু’জনেই সবসময় তাদের ভালোবাসার মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা অন্য যেকোনো আনন্দের ক্ষণ, কেউই একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করার সুযোগ হাতছাড়া করেন না। প্রিয়াঙ্কা ও নিকের এই প্রেমকাহিনি শুরু হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (তৎকালীন টুইটার)-এ বার্তা আদান-প্রদানের মাধ্যমে।
নিকের মেসেজের পর প্রিয়াঙ্কা তার নম্বর শেয়ার করেন, এবং সেখান থেকেই তাদের কথাবার্তা শুরু হয়। ২০১৭ সালে ভ্যানিটি ফেয়ার অস্কার পার্টিতে তাদের প্রথম সাক্ষাৎ হয়। এরপর একই বছর মেট গালার রেড কার্পেটেও তাদের একসঙ্গে দেখা যায়। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে তাদের ডেটিংয়ের খবর প্রকাশ্যে আসে। লন্ডনে প্রিয়াঙ্কার জন্মদিনে নিক তাকে বিয়ের প্রস্তাব দেন। ওই বছর, অর্থাৎ ২০১৮ সালের ১ ও ২ ডিসেম্বর যোধপুরের ঐতিহ্যবাহী উমেদ ভবন প্রাসাদে দুই পরিবারের রীতিনীতি মেনেই তাদের জমকালো বিয়ে হয়। ২০২২ সালের জানুয়ারিতে এই জুটি কন্যা মালতি মারি চোপড়া জোনাস পৃথিবীতে আসে।
মন্তব্য করুন


_medium_1764690264.jpg)
_medium_1764689204.jpg)


_medium_1764684828.jpg)


