রণবীর সিং-এর ‘ধুরন্ধর’-এর অগ্রিম টিকিটের আকাশছোঁয়া দাম
বিনোদন ডেস্ক ঃ রণবীর সিং প্রায় আড়াই বছর পর আবার বড় পর্দায়। তার সিনেমা ‘ধুরন্ধর’ নিয়ে এখন সরগরম বলিউড। আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি। এর আগেই অগ্রিম বুকিং জমে উঠেছে। ৩ ঘণ্টা ৩২ মিনিটের সিনেমাটির টিকিটের দাম দেখে দর্শকও হতবাক!
ভারতীয় সংবাদমাধ্যম কইমই সূত্রে জানা গেছে, সিনেমাটির আংশিক অগ্রিম বুকিং শুরু হয় ২৯ নভেম্বর, ৩০ নভেম্বর থেকে চলছে পুরোপুরি বুকিং। ১ ডিসেম্বর সকাল ১১টা পর্যন্ত অগ্রিম বুকিং থেকে ৪৫ লাখ ৮ হাজার রুপি আয় করেছে (ব্লক সিট ছাড়া) সিনেমাটি। মোট টিকিট বিক্রি হয়েছে ৯ হাজার ২০০। এর মধ্যে দিল্লিতে উদ্বোধনী দিনের জন্য ১১ লাখ রুপির অগ্রিম বিক্রি হয়।
এছাড়া মুম্বাইয়ে বিক্রি হয় ৪ লাখ রুপির টিকিটি! মুম্বাইয়ের মাল্টিপ্লেক্সে একটি টিকিট বিক্রি হচ্ছে দুই হাজার রুপি পর্যন্ত, তার ওপর যোগ হচ্ছে কর। দাম বেশি হলেও টিকিট বিক্রি হচ্ছে দ্রুত গতিতে। কলকাতার কিছু হলে টিকিটের দাম ৫৭৫ রুপি। এর আগে শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জওয়ান-এর টিকিটের দাম উঠেছিল ১৭০০ থেকে ২১০০ রুপি। ‘আদিপুরুষ’-এর আগাম বিক্রিও ছিল ভালো, যদিও বক্স অফিসে টেকেনি। ‘আরআরআর’ ও ‘পুষ্পা ২’ ঘিরেও একই উন্মাদনা ছিল। প্রথমে শোনা যায় ‘ধুরন্ধর’ সিনেমাটি মেজর মোহিত শর্মার জীবনের ওপর ভিত্তি করে নির্মিত। সেই অভিযোগে মোহিতের পরিবার দিল্লি হাইকোর্টে আপত্তি জানায়। তাদের দাবি, ছবির বেশকিছু অংশ তাদের সন্তানের জীবনের সঙ্গে মেলে, অথচ পরিবারকে কিছুই জানানো হয়নি। পরিচালক আদিত্য ধর অবশ্য অভিযোগ মানেননি। বিতর্ক সত্ত্বেও ৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ছবি। ‘ধুরন্ধর’ সিনেমায় রণবীর সিং ছাড়াও রয়েছেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, পারেশ রাওয়াল, দিব্যেন্দু শর্মা, ভূমি পেডনেকর।
মন্তব্য করুন

_medium_1764690264.jpg)
_medium_1764689204.jpg)


_medium_1764684828.jpg)
_medium_1764683255.jpg)


_medium_1764688621.jpg)