স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিশ্চিত করা হয়েছে আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে এবারের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসর। পরের ধাপ চট্টগ্রাম হয়ে ১৫ জানুয়ারি ঢাকায় ফিরবে বিপিএল। চলতি আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি রাতে, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
সূচি অনুযায়ী, উদ্বোধনী দিনে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচ দিয়েই মাঠে গড়াবে এবারের লড়াই। একই দিন সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে খেলবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।
২৭ ডিসেম্বর দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে দুপুর ১টায় মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স। দিনের শেষ ম্যাচে সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেস।
সিলেট পর্বে মোট ১২টি ম্যাচ আয়োজন করা হবে ছয় দিনে। মাঝে দুই দিন বিরতি রেখে ম্যাচগুলো মাঠে গড়ানোর পরিকল্পনা করেছে বিসিবি। এরপর ৫ জানুয়ারি শুরু হবে চট্টগ্রাম পর্ব, যা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। বন্দর নগরীতেও ছয় দিনের ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। ১৫ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হবে শেষ পর্ব। টানা তিন দিনের ম্যাচ শেষে ১৭ জানুয়ারি শেষ হবে গ্রুপ পর্বের লড়াই।
নকআউট পর্বের সূচি আগেই নির্ধারণ করেছে বিপিএল কর্তৃপক্ষ। ১৯ জানুয়ারি প্রথম এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। ২১ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারের পর ২৩ জানুয়ারি সন্ধ্যা ৬টায় জমকালো ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে দেশের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের দ্বাদশ আসরের।
সিলেট পর্ব দিয়ে বিপিএল শুরুর সিদ্ধান্তটি শেষ মুহূর্তে নিশ্চিত হয়। আগে বিসিবির তরফ থেকে জানা গিয়েছিল, হোটেল সংকটের কারণে ঢাকা পর্ব দিয়ে টুর্নামেন্ট শুরু করার চিন্তা করছিল তারা। তবে সিলেটের হোটেল কর্তৃপক্ষের সহযোগিতায় সমস্যা মিটে যাওয়ায় আগের পরিকল্পনায় ফিরে আসে বিসিবি।