দুই নাটকের সূচনা সঙ্গীতে মৌমিতা বড়ুয়া
অভি মঈনুদ্দীন ঃ মৌমিতা বড়ুয়া, চট্টগ্রামের পটিয়ার সন্তান। ২০১৭ সালে ‘চ্যানেল আই সেরাকন্ঠ’ প্রতিযোগিতায় শীর্ষস্থানে অবস্থানের মধ্যদিয়ে পেশাগতভাবে গানের ভুবেন তার যাত্রা শুরু হয়। মৌমিতার ব্যাচের মধ্যে তার কন্ঠটি একেবারেই আলাদা এবং তার ব্যাচের সকলের মধ্যে তিনি অন্যতম একজন অধ্যবসায়ী সঙ্গীতশিল্পী যিনি গানের বাইরে আর কোনোকিছু নিয়ে কখনো ভাবেননি। তাই তার ধ্যান জ্ঞান সবটুকু জুড়ে শুধু গান আর গান।
মৌমিতা বড়ুয়া তার মিষ্টি আর ভীষণ সুরেলা কন্ঠ দিয়ে শ্রোতা দর্শকের মন জয় করে নিয়েছেন। গেয়েছেন অনেক মৌলিক গান। নাটকের গানেও তার রয়েছে দারুণ জনপ্রিয়তা।
এরইমধ্য পরপর দুটি খণ্ড নাটকের সূচনা সঙ্গীতও গেয়েছেন। রুবেল আনুশ পরিচালিত ‘কাঠের ফুল’ ও ‘নজর’ নাটকের সূচনা সঙ্গীত গেয়েছেন। গান দুটির শিরোনাম নাটকের নামেই। দুটি গানই লিখেছেন মৌমিতার অত্যন্ত প্রিয় এক বন্ধু, প্রিয় সহশিল্পী, সঙ্গীতশিল্পী-সুরকার, সঙ্গীত পরিচালক সৈয়দ নাফিস। ‘কাঠের ফুল’ গানটি মৌমিতা একাই গেয়েছেন। ‘নজর’ গানটি গেয়েছেন মৌমিতা ও নাফিস।
এরইমধ্যে দুটি নাটকই প্রচারে এসেছে। এর আগেও মৌমিতা সূচনা সঙ্গীত গেয়েছেন। নাটকের গানে মৌমিতার এক অন্যরকম চাহিদা আছে বলেই সময়ের তরুন ও গুনী নির্মাতারা তাকে দিয়ে নাটকের গান করিয়ে থাকেন। অনায়াসে তার কন্ঠের প্রতি আস্থা রাখেন নির্মাতারা। নতুন নতুন আধুনিক গান, নাটকের গান গাওয়ার পাশাপাশি স্টেজ শোতেও ব্যস্ত মৌমিতা বড়ুয়া।
এরইমধ্য গত ১ ডিসেম্বর রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবের আয়োজিত স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করেছেন মৌমিতা বড়ুয়া। আগামী ৪ ডিসেম্বর রাজধানীর বোট ক্লাবে, ১৭ ডিসেম্বর চট্টগ্রামে ও ১৯ ডিসেম্বর বান্দরবানের আলী কদমে গান গাইবেন। এছাড়াও বছরের শেষ দিনে তিনি রাজধানীর ধানমণ্ডিতে একটি শোতে সঙ্গীত পরিবেশন করবেন। আলী জুলফিকার জাহিদির ‘চলচ্চিত্র’ সিনেমায় জীবনে প্রথম প্লে-ব্যাক করেন মৌমিতা। শহীদুল ইসলাম খোকন পরিচালিত নায়ক রুবেলের প্রথম সিনেমা ‘লড়াকু’র বিখ্যাত গান ‘বুকে আছে মন, মনে আছে আশা’ গানটি নতুন সঙ্গীতায়োজনে মৌমিতা গেয়েছেন। তবে এই সিনেমাটি এখনো মুক্তি পায়নি বিধায় প্লে-ব্যাক’কে ঘিরে দুঃখবোধ তার রয়েই গেছে। কারণ নতুন সঙ্গীতায়োজনে গানটি নিয়ে ভীষণ আশাবাদী মৌমিতা বড়ুয়া।
২৭ ফেব্রুয়ারি জন্ম নেয়া মৌমিতা বলেন,‘ আমার সৌভাগ্যই বলা চলে যে বেশকিছু ভালো ভালো মৌলিক গান গাইবার ুসযোগ হয়েছে আমার। আবার এখন ভালো ভালো কিছু নাটকেও কাজ করার সুযোগ হয়েছে। গানগুলো প্রকাশের পরও বেশ ভালো রেসপন্স পাচ্ছি। সত্যি বলতে কী নিজের মনের মতো কিছু গান করতে চাই। যেন শ্রোতা দর্শক আমাকে যুগের পর যুগ মনে রাখেন। যেমন গানে গানে গানে এখনো শ্রোতারা শ্রদ্ধার সাথে মনে করেন শ্রদ্ধেয় রুনা ম্যাডাম, সাবিনা ম্যাডাম’সহ আরো বহু গুনী শিল্পীকে। গানে গানে মনে করেন শ্রোতারা এখনো শাহনাজ রহমতুল্লাহকে। এটাই যেন তাদের শিল্পী জীবনের বড় প্রাপ্তি। তো, আমিও ঠিক তাই চাই-যেন গানের মাঝেই আমি বেঁচে থাকতে পারি।’
মন্তব্য করুন



_medium_1764684828.jpg)
_medium_1764683255.jpg)

_medium_1764680141.jpg)
_medium_1764688621.jpg)

