নাটোরের সিংড়ায় সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিয়েছে বেলজিয়াম জাতের হাঁস
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার নুরপুর গ্রামে নতুন এক সম্ভাবনার দিগন্ত খুলে দিয়েছে বেলজিয়াম জাতের হাঁস। এ জাতের প্রতিটি হাঁসের ওজন গড়ে ৪ থেকে ৫ কেজি পর্যন্ত হয়। স্বাদ ও পুষ্টিগুণে অনন্য এই হাঁসের ডিম ও মাংসের চাহিদাও ব্যাপক। চলনবিল হেচারি সিংড়া নামক খামারে হাঁস পালন করেই সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে তুলেছেন দুই যুবক জাহিদ মাহমুদ ও আবু হাসান।
জানা যায়, সিংড়া উপজেলার নুরপুর গ্রামের তরুণ খামারি জাহিদ মাহমুদ কয়েক বছর আগেও ছিলেন ঋণগ্রস্ত। একদিন প্রবাসী দুলাভাই হাসানের সাথে কথা বলে ১০০টি বেলজিয়াম হাঁস কিনে নেন। চার বছর আগের নেয়া সেই ছোট উদ্যোগ এখন পরিণত হয়েছে বিশাল বাণিজ্যিক খামারে। বর্তমানে তাদের খামারে হাঁসের সংখ্যা প্রায় ২ হাজার ৫শ’। পাশাপাশি বাচ্চা উৎপাদনও শুরু করেছেন। বছরে তাদের মোট আয় ২৪ লাখ টাকারও বেশি।
জাহিদ বলেন, বর্তমানে প্রতিমাসে ডিম, বাচ্চা ও হাঁস বিক্রি করে দুই লাখ টাকার বেশি আয় করেন তিনি। সব ঋণ শোধ করার পাশাপাশি এখন অনেকের কর্মসংস্থান তৈরি করেছেন। খামারে বর্তমানে কাজ করেন ৪ যুবক। এতে শুধু জাহিদ ও হাসান নন, আশপাশের অনেক বেকার তরুণও অনুপ্রাণিত হচ্ছেন। খামারি আবু হাসান জানান, স্বল্প পুঁজি বিনিয়োগ করে বেলজিয়াম জাতের হাঁস পালন শুরু করা যায়। নিয়মিত
যত্ন, সঠিক খাবার ও ভ্যাকসিন প্রয়োগে ভালো ফল পাওয়া যায়। হাঁসগুলো দ্রুত বেড়ে ওঠে, ফলে খুব অল্প সময়েই লাভ পাওয়া সম্ভব। সিংড়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. তাশরিফুল ইসলাম বলেন, নতুন উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছি। হাঁস পালনের জন্য প্রয়োজনীয় টেকনিক্যাল সহায়তা, পরামর্শ ও ভ্যাকসিন বিনামূল্যে প্রদান করি। উপজেলায় বর্তমানে বেলজিয়াম জাতের একটি বড় খামার রয়েছে। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে বলে আমরা আশাবাদী।
মন্তব্য করুন







