দিনাজপুরের কাহারোলে ভ্রাম্যমাণ আদালতে লাখ টাকা জরিমানা
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের সময় এলাকাবাসী ২ জনকে আটক করেন। জানা যায়, গতকাল রোববার দুপুরের দিকে উপজেলার ঢেপানদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাক্টর যোগে নিয়ে যাওয়ার অভিযোগে ২ জনকে আটক করা হয়।
তাদের কাছে থেকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস।
জরিমানাকৃত ব্যক্তিরা হলেন- উপজেলা রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ গ্রামের মৃত ওসমান আলীর ছেলে মো. নজরুল ইসলাম (৬৫) ও দিনাজপুর সদর উপজেলার কর্ণাই গ্রামের মো. আতাউর রহমানের ছেলে মো. আল আমিন (১৯)।
মন্তব্য করুন







