ভিডিও শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৫, ১২:৩৪ রাত

মোদীর আমন্ত্রণে ভারতে আসছেন পুতিন

ছবি: সংগৃহীত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

আন্তর্জাতিক ডেস্কভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দেশটিতে রাষ্ট্রীয় সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ৪ থেকে ৫ ডিসেম্বর নয়াদিল্লিতে সফরের পরিকল্পনা করছেন রুশ প্রেসিডেন্ট। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনার জন্যই রুশ প্রেসিডেন্টের এই সফর।
শুক্রবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ক্রেমলিন এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রীয় সফরের ভারতের প্রধানমন্ত্রী ছাড়াও প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সাথে পৃথক বৈঠক করবেন পুতিন। এছাড়াও সফরে বেশ কয়েকটি অনির্দিষ্ট আন্তঃসরকারি এবং বাণিজ্যিক নথি স্বাক্ষরিত হবে।

বিবৃতিতে আরও বলা হয়, উভয় দেষের জন্য এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরে রাশিয়ান ও ভারত সম্পর্কের বিস্তৃত এজেন্ডা নিয়ে ব্যাপক আলোচনার সুযোগের পাশাপাশি বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা হবে। যার মাধ্যমে দ্বিপাক্ষিক রাজনৈতিক, বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত, সাংস্কৃতিক এবং মানবিক ক্ষেত্রগুলিকে অন্তর্ভুক্ত থাকবে।

এর আগে ২০২১ সালের ডিসেম্বরে ভারত সফরে গিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা মোতায়েনের নির্দেশ দেওয়ার মাত্র কয়েক মাস আগে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোদীর আমন্ত্রণে ভারতে আসছেন পুতিন

প্রধান উপদেষ্টার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

বিপিএলের নিলামের আগে কোন দলে কোন ক্রিকেটার?

ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের করবেন যেভাবে

রাজশাহীতে কোটি টাকার পাতকুয়ায় মেলে না পানি

ভাতা প্রতিবন্ধী নারীর উত্তোলন করেন প্রধান শিক্ষক