ভিডিও বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৫, ০৩:২৭ দুপুর

তাইওয়ান ইস্যুতে চীনকে উস্কানি না দিতে জাপানকে ট্রাম্পের সতর্কতা

তাইওয়ান ইস্যুতে চীনকে উস্কানি না দিতে জাপানকে ট্রাম্পের সতর্কতা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ান ইস্যুতে চীনকে উস্কানি না দিতে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচির প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তাইওয়ান নিয়ে টোকিও-বেইজিংয়ের মধ্যে কূটনৈতিক বিরোধের প্রেক্ষিতে তিনি আহ্বান জানান। 

এরআগে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি বলেছিলেন, তাইওয়ানে যেকোনো আক্রমণে সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে টোকিও। তার এই মন্তব্যে গত কয়েক বছরের মধ্যে চীনের সঙ্গে জাপানের সবচেয়ে বড় কূটনৈতিক বিরোধ তৈরি হয়। বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে জাপানি প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানায়। তবে তাকাইচি তা করেননি। তাইওয়ানকে চীন তার ভূখণ্ডের অংশ বলে দাবি করে।

সোমবার ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিষয়টি তুলে ধরে বলেন, তাইওয়ানের চীনে ফিরে আসা আন্তর্জাতিক ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ। এর কিছুক্ষণ পরেই, ট্রাম্প তাকাইচির সঙ্গে ফোনালাপে তাকে তাইওয়ানের সার্বভৌমত্বের প্রশ্নে বেইজিংকে উস্কানি না দেয়ার পরামর্শ দেন। তবে তিনি তাকাইচিকে তার মন্তব্য থেকে সরে আসার জন্য চাপ দেননি। বার্তা সংস্থা এএফপি এ বিষয়ে তাকাইচির কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে। তবে সেখান থেকে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে।

খবর : আল আরাবিয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাইওয়ান ইস্যুতে চীনকে উস্কানি না দিতে জাপানকে ট্রাম্পের সতর্কতা

টি-টোয়েন্টিতে আজ আয়ারল্যান্ড-বাংলাদেশ মুখোমুখি 

ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি

৭১ বছরে এমন খারাপ সময় আর দেখেনি লিভারপুল

কারাগারে ইমরান খানকে হত্যার গুজব, যা বলছে কর্তৃপক্ষ

নায়িকা পপিকে আইনি নোটিশ