ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি করা হয়েছে। এতে তারা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক কাশ প্যাটেল। এই ঘটনায় হামলাকারী এক আফগান নাগরিককে আটক করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে এক ব্যক্তি হঠাৎ মোড় ঘুরে এসে আগ্নেয়াস্ত্র তুলে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানিয়েছে, হামলাকারী ওই আফগান নাগরিকের নাম রহমানউল্লাহ লাখানওয়াল। তিনি ২০২১ সালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এছাড়া হামলাকারীও ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ‘গুরুতর আহত’।
এদিকে এই ঘটনাকে ন্যাশনাল গার্ডকে ঘিরে সবচেয়ে গুরুতর হামলা হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই বিভিন্ন ডেমোক্র্যাটশাসিত শহরে সৈন্য মোতায়েনের নির্দেশ দিয়ে আসছেন। সর্বশেষ এই হামলার পর ফ্লোরিডার গলফ ক্লাব থেকে তিনি হামলাকারীকে ‘পশু’ বলে উল্লেখ করেন এবং আহত দুই সৈন্যের অবস্থাকে ‘অত্যন্ত সংকটজনক’ বলে জানান। তিনি ন্যাশনাল গার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করে বলেন, হামলাকারী কঠোর শাস্তির মুখে পড়বে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লেখেন, হামলাকারী গুরুতর আহত, ‘তবুও তাকে এই ঘটনার চড়া মূল্য দিতে হবে।’
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক







