প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৫, ০৭:১২ বিকাল
ভূমিকম্প: ঢাকা মেডিকেল কলেজ ছুটি ঘোষণা
ভূমিকম্প: ঢাকা মেডিকেল কলেজ ছুটি ঘোষণা
ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) এক নোটিশে এ কথা জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষের দফতর।
নোটিশে বলা হয়েছে, আজ রোববার জরুরি একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক পেশাগত এমবিবিএস পরীক্ষাসমূহ ২৯ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। এ কারণে ছাত্রছাত্রীদের মানসিক চাপ নিরসন ও প্রয়োজনে অভিভাবকদের সঙ্গে মিলিত হবার সুবিধার্থে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
৩০ নভেম্বর থেকে একাডেমিক কার্যক্রম যথারীতি চলবে বলে নোটিশে জানানো হয়েছে।
এদিকে ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ব্ন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। শিক্ষার্থীদের রোববার বিকেল ৫টার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দেয়ায় তারা এরই মধ্যে হল ছাড়তে শুরু করেছেন।
শনিবার (২২ নভেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় বন্ধের কথা জানানো হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





