ভূমিকম্প আতঙ্ক: কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাবি প্রতিনিধি: সাম্প্রতিক ভূমিকম্পে শিক্ষার্থীদের আতঙ্ক ও ক্ষতিগ্রস্ত পরিস্থিতি বিবেচনায় আগামীকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক চাপের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পের সময় বিভিন্ন আবাসিক হলে আতঙ্কিত হয়ে বের হতে গিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে ভয়, উদ্বেগ ও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। এ অবস্থায় তাদের মানসিক স্থিতি, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় রবিবারের সব ক্লাস-পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








