ভিডিও রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৫, ০২:৫৫ দুপুর

যুক্তরাষ্ট্রের হুমকির পর ভেনিজুয়েলায় আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

সংগৃহিত,যুক্তরাষ্ট্রের হুমকির পর ভেনিজুয়েলায় আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) ভেনিজুয়েলার আকাশপথে উড়োজাহাজ চলাচলকে ‘সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি’ হিসেবে চিহ্নিত করে প্রধান বিমান সংস্থাগুলোকে সতর্ক করার পরদিনই দেশটিতে একাধিক আন্তর্জাতিক এয়ারলাইন তাদের ফ্লাইট বাতিল করেছে। শনিবার (২২ নভেম্বর) তিনটি আন্তর্জাতিক বিমান সংস্থা ভেনেজুয়েলা থেকে ছেড়ে যাওয়া তাদের ফ্লাইট বাতিল করেছে বলে জানা গেছে।

ফ্লাইটরাডার২৪ এবং সাইমন বলিভার মাইকুয়েটিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের অফিসিয়াল ওয়েবসাইটের বরাত দিয়ে রয়টার্স জানায়, শনিবার ব্রাজিলের গোল, কলম্বিয়ার আভিয়ানকা এবং ট্যাপ এয়ার পর্তুগাল কারাকাস থেকে ছেড়ে যাওয়া তাদের ফ্লাইট বাতিল করে। কলম্বিয়ার এয়ার নেভিগেশন কর্তৃপক্ষ অ্যারোনটিকা সিভিল জানায়, মাইকুয়েটিয়া অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং সামরিক তৎপরতা বৃদ্ধির কারণে সেখানে উড়োজাহাজ চলাচলে ‘সম্ভাব্য ঝুঁকি’ তৈরি হয়েছে। ট্যাপ এয়ার পর্তুগাল শনিবার ও আগামী মঙ্গলবারের ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করে জানায়, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তায় স্পষ্ট করা হয়েছে যে ভেনিজুয়েলার আকাশপথে নিরাপত্তা নিশ্চয়তা নেই।

স্পেনের ইবেরিয়াও সোমবার থেকে কারাকাসগামী ফ্লাইট স্থগিত করেছে এবং পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। তবে শনিবার নির্ধারিত কারাকাস-মাদ্রিদ ফ্লাইটটি স্বাভাবিকভাবে ছেড়ে গেছে। অন্যদিকে, কোপা এয়ারলাইনস এবং উইঙ্গো শনিবার তাদের নির্ধারিত ফ্লাইট পরিচালনা করেছে।

এফএএ’র নোটিশে বলা হয়, ভেনিজুয়েলা ও তার আশপাশে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সব উচ্চতায় উড়োজাহাজের জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে।

এদিকে সাম্প্রতিক মাসগুলোতে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র ব্যাপক সামরিক উপস্থিতি জোরদার করেছে, যার মধ্যে রয়েছে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় বিমানবাহী রণতরী, অন্তত আটটি যুদ্ধজাহাজ এবং এফ-৩৫ যুদ্ধবিমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হুমকির পর ভেনিজুয়েলায় আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

আইনশৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

এনসিপি’র ১৪৮৪ মনোনয়ন ফরম বিক্রি

কী দাবি নিয়ে ঢাকা ও ইডেন কলেজের শিক্ষার্থীদের সাইন্সল্যাব অবরোধ?

নিউক্যাসলে মাঠে হার সিটি’র

নিজেদের মাঠে বিধ্বস্ত লিভারপুল