ভিডিও শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৫, ০৭:১৬ বিকাল

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে শনিবার ফেডারেল পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তার বাড়ির সামনে সমর্থকদের পরিকল্পিত সমাবেশ শুরুর আগেই এই পদক্ষেপ আসে। সুপ্রিম কোর্টে অভ্যুত্থানের ষড়যন্ত্র মামলায় দণ্ডের বিরুদ্ধে আপিল চলাকালে তিনি দীর্ঘদিন গৃহবন্দি অবস্থায় ছিলেন।

বলসোনারোর আইনজীবী সেলসো ভিলার্দি তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন, যদিও নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি। ফেডারেল পুলিশের একজন কর্মকর্তা জানান, বলসোনারোকে শনিবার সকালে ব্রাসিলিয়ায় হেফাজতে নেওয়ার পর তার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

রয়টার্সের দেখা আদালতের নথি অনুসারে, সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরাইস গ্রেপ্তারি আদেশ জারি করেন। তিনি বলেন, বলসোনারোর বাড়ির সামনে সমর্থকদের ক্যাম্প গড়ে ওঠায় তা পুলিশের নজরদারিতে বাধা সৃষ্টি করতে পারে। এছাড়া আগের রাতে তার গোড়ালিতে বাঁধা ইলেকট্রনিক মনিটরিং ডিভাইসের সঙ্গে কারসাজির প্রমাণও পাওয়া গেছে বলে উল্লেখ করেন বিচারপতি।

 

ঘটনার পর বলসোনারোর সমর্থকদের মধ্যে উত্তেজনা বেড়েছে। দেশজুড়ে নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ। বিক্ষোভের আশঙ্কায় বিভিন্ন সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার

বিনোদন আসছে ‘দ্য মমি’র চতুর্থ কিস্তি

দিনাজপুরের বোচাগঞ্জে বন্যায় ভেঙে যাওয়া ব্রিজ নির্মাণ না হওয়ায় দুর্ভোগে গ্রামবাসী

দল হিসেবে আ.লীগের বিচারের দাবিতে এনসিপির গণমিছিল

নওগাঁয় জামায়াতের মোটরসাইকেল শোডাউন

একই দিনে নির্বাচন ও গণভোট করা ইসির জন্য চ্যালেঞ্জ: সিইসি