ভিডিও শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৫, ০৬:৫২ বিকাল

নওগাঁয় জামায়াতের মোটরসাইকেল শোডাউন

নওগাঁয় জামায়াতের মোটরসাইকেল শোডাউন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ-৫ (সদর) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী আ.স.ম সায়েমের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে দলের নেতাকর্মীরা। আজ শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের এটিম মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে পুনরায় একইস্থানে এসে শেষ হয়। এতে প্রায় ৩ হাজার মোটরসাইকেল নিয়ে অংশ নেয় সমর্থকরা।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি জামায়াত মনোনীত প্রার্থী আ.স.ম সায়েম বলেন, অতীতের গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করাই আমাদের লক্ষ্য। আগামীদিনে নওগাঁ-৫ (সদর) নতুনভাবে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই।

তিনি আরও বলেন, আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ পরিচালিত হবে। জনগণের ভোটে যদি আমরা সরকার গঠনের সুযোগ পাই, তবে ন্যায়ের সমতা, সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সবার সমান সুযোগ নিশ্চিত করাই হবে আমাদের প্রথম দায়িত্ব।

অপরদিকে নওগাঁ-২ (ধামুইরহাট-পত্নীতলা) ও নওগাঁ-৪ (মান্দা) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থীর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে দলটির নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় জামায়াতের মোটরসাইকেল শোডাউন

একই দিনে নির্বাচন ও গণভোট করা ইসির জন্য চ্যালেঞ্জ: সিইসি

ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত

বগুড়ার দুপচাঁচিয়ায় স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

নাটোর সুগারমিলে মাড়াই কার্যক্রম শুরু উৎপাদন লক্ষ্যমাত্রা ৬৯৩০ মেট্রিক টন

ক্ষমতায় গেলে পিআর বাস্তবায়ন করবো : জামায়াত আমির