নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই : নাহিদ
জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের রাজনৈতিক দলগুলো আসন্ন নির্বাচনকে ভাগবাটোয়ারার নির্বাচনে পরিণত করতে চাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভাগবাটোয়ারার বাইরে থাকবে। তবে আদর্শের ভিত্তিতে যেকোনো জোট বা আলোচনায় আগ্রহী দলটি।
আজ রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন সেন্টারে এনসিপি’র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তিদের রাজনীতিতে আনতে চায় এনসিপি।
প্রাথমিক যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে তালিকা ঘোষণা করা হবে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, সরকার ও প্রশাসনের যে শক্ত অবস্থানে থাকা প্রয়োজন সেটা আমাদের কাছে মনে হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন দলের নেতাকর্মীরা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে যে, প্রশাসনকে কীভাবে দখল করতে হবে, প্রশাসনকে কীভাবে হাতে রাখতে হবে।
দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো এখন মুখোমুখি দাঁড়িয়েছে। একসময় তারা বন্ধু ছিল, তারা এই নির্বাচনকে একটা ভাগভাটোয়ারার নির্বাচন, সাজানো নির্বাচন, একটা সমঝোতার নির্বাচন করার পরিকল্পনা করছে। এই ধরনের নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা কিন্তু ব্যর্থ হবে। ফলে এনসিপি এ ধরনের নির্বাচন, এই ধরনের নির্বাচনী সমঝোতা বা বন্দোবস্তে কখনোই সায় দেবে না, বরং আমরা এর বিরুদ্ধে অবস্থান নেব।
এনসিপির আহ্বায়ক নাহিদ আরও বলেন, সরকার ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে যে, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, নির্বাচন ব্যবস্থা পুনর্গঠিত করা এবং সর্বোপরি বৈষম্য দূর করতে আমরা যেন সবাই অঙ্গীকারবদ্ধ থাকি। প্রশাসন যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, দায়িত্ব পালন করতে পারে সেজন্য সবাইকে সহযোগিতা করতে হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1763826232.jpg)


