প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৫, ০৯:৩০ রাত
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক হারমান সিধু
পাঞ্জাবি গায়ক হারমান সিধু
বিনোদন ডেস্কঃ পাঞ্জাবি সংগীত জগতের জনপ্রিয় কণ্ঠশিল্পী হারমান সিধু আর নেই। মাত্র ৩৭ বছর বয়সে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় শুক্রবার (২১ নভেম্বর) রাতে দিকে মানসা থেকে নিজের গ্রাম খিয়ালা ফেরছিলেন গায়ক আর সেসময় ট্রাকের সঙ্গে তার গাড়ির সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এই গায়কের।
পুলিশ জানিয়েছে, বাড়ির পথে থাকার সময়ই দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থলেই মৃত্যু হয় হারমান সিধুর। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা নিয়ে তদন্ত চলছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মানসা সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। ইতোমধ্যে তার পরিবারের সদস্যদের ঘটনাটি জানানো হয়েছে।
হারমান সিধু জনপ্রিয়তা পান তার হিট ক্যাসেট ট্র্যাক ‘পেপার টে পেয়ার’ এর মাধ্যমে। গানটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয় এবং স্টেজ পারফর্মার হিসেবে তার অবস্থান শক্ত করে। তার একাধিক জনপ্রিয় গান রয়েছে। জনপ্রিয় এই পাঞ্জাবি গায়কের পরিবারে শোক্লের ছায়া নেমে এসেছে। সিধুর স্ত্রী ও একমাত্র মেয়ে গায়কের আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না।
প্রসঙ্গত, গায়কের ক্যারিয়ারের কিছু কালো অধ্যায় নিয়েও আলোচনা রয়েছে। ২০১৮ সালে বন্ধুদের সঙ্গে মাদকসহ গ্রেপ্তার হওয়ায় তিনি একদিনের পুলিশ রিমান্ডে ছিলেন। সে সময় পুলিশের মুখপাত্র সুরজিৎ সিং জানিয়েছিলেন, হারমান তদন্তে স্বীকার করেন যে ছয় সাত মাস ধরে তিনি মাদকাসক্ত ছিলেন এবং দিল্লির এক নাইজেরিয়ান নাগরিকের কাছ থেকে মাদক সংগ্রহ করতেন। এবার সিধুর আকস্মিক মৃত্যু নিয়ে নানান প্রশ্ন তুলছেন তার ভক্তরা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





