সিনেমা দিয়ে আর আলোচনায় আসেন না মাহিয়া মাহি। এক্ষেত্রে ব্যক্তিজীবন-ই সম্বল। এই যেমন কদিন আগে রাকিব সরকারের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে খবরে এসেছিলেন। সম্প্রতি আলোচনায় এসেছেন জায়েদ খানের অনুষ্ঠানে অতথি হয়ে। এবার দিলেন ইঙ্গিতপূর্ণ পোস্ট।
আমার রূহটা ইন্ডিয়ায়, আমি আমেরিকায়: মাহি
সিনেমায় অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে নিয়মিত মাহিয়া মাহি। বিভিন্ন স্থিরচিত্র, ভিডিওতে মেলে ধরেন নিজেকে। এবার এ অভিনেত্রী জানালেন, মনটা তার ভারতে।
ফেসবুকে নিজের কয়েকটি ছবি প্রকাশ করেছেন মাহি। ওভার কোটে মোড়ানো দেখা গেছে এ সুন্দরীকে। ক্যাপশনে লিখেছেন, আমার রূহটা ইন্ডিয়ায়, আর আমি আমেরিকায়।
কী কারণে এমন পোস্ট — বিস্তারিত জানাননি অভিনেত্রী। তবে ধারণা করা হচ্ছে স্বামী রাকিব সরকারের ভালোবাসার বহিঃপ্রকাশ এই পোস্ট। হয়তো এখন ভারতে অবস্থান করছেন রাকিব।
কেননা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন রাকিব। ৫ আগস্টের পর দলটির প্রধান শেখ হাসিনাসহ অনেকেই ভারতে আশ্রয় নিয়েছেন। এদিকে রাকিব সরকারেরও খোঁজ নেই সরকার পতনের পর থেকে। হয়তো তিনি ভারতে আছেন। সেকারণেই হয়তো আমেরিকায় অবস্থানরত স্বামীর বিরহে কাতর মাহির এমন পোস্ট।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








