ভিডিও বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২০ নভেম্বর, ২০২৫, ০৩:২১ দুপুর

কারাগারের সামনে থেকে ইমরানের তিন বোন আটক

কারাগারের সামনে থেকে ইমরানের তিন বোন আটক, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সামনে থেকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোন আলিমা খান, নওরিন নিয়াজি ও উজমা খানকে আটক করেছে পুলিশ। কারাবন্দি ভাইয়ের সঙ্গে দেখা করতে না দেওয়ায় তারা আদিয়ালা কারাগারের সামনে অবস্থান নিয়েছিলেন।

ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বলেছে, গত মঙ্গলবার রাতে ইমরান খানের তিন বোনকে আটক করার আগে পুলিশ তাদের সঙ্গে অশোভন আচরণ করেছে এবং জোরজবরদস্তি করে ঘটনাস্থল থেকে তুলে নিয়ে গেছে। ইমরান বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি। কারা কর্তৃপক্ষ দলীয় নেতাকর্মী বা পরিবারের সদস্যের সঙ্গে ইমরানকে দেখা করতে দিচ্ছে না। এর প্রতিবাদে মঙ্গলবার পিটিআই নেতাকর্মী ও ইমরানের পরিবারের সদস্যরা কারাগার প্রাঙ্গণের বাইরে অবস্থান নেন। তারা কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে এ বিষয়ে আদালতের আদেশ লঙ্ঘন করার অভিযোগ করেন।

গতকাল মধ্যরাতের পর সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে পিটিআই থেকে বলা হয়, যখন পুলিশ অভিযানে নামে, তখন আলিমা খান, নওরিন নিয়াজি ও উজমা খান আদিয়ালা কারাগারের সামনে শান্তিপূর্ণভাবে বসেছিলেন। খাইবার পাখতুনখাওয়ার স্থানীয় সরকারমন্ত্রী মিনা খান আফ্রিদি, এম এন এ শাহিদ খট্টক এবং অন্যান্য দলীয় কর্মী, যাদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন, তারা সহিংসতার শিকার হয়েছেন এবং পুলিশ তাদের উঠিয়ে নিয়ে গেছে।

আদালতের আদেশ থাকার পরও কেন ইমরান খানের সঙ্গে প্রতি সপ্তাহে তার পরিবারকে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না-তা নিয়ে প্রশ্ন তুলে ওই পোস্টে আরও বলা হয়, ‘আদালতের নির্দেশে একজন কারাবন্দির অধিকার অনুযায়ী ইমরান খানকে তার পরিবারের সঙ্গে প্রতি সপ্তাহে নিয়মিত সাক্ষাৎ করতে দেওয়া উচিত নয় কি? তার পরিবারের সদস্য ও সমর্থকদের বিরুদ্ধে দমন ও সহিংসতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।’ খবর : দ্য ডন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাগারের সামনে থেকে ইমরানের তিন বোন আটক

তিন দিনের সফরে ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

দ্বিতীয়বার মা হতে চলেছেন সোনম কাপুর

দিনাজপুর বড় মাঠের খেলার মাঠ ও স্পোর্টস ভিলেজ পরিদর্শনে আসিফ আকবর

সিরিয়ার ভেতরে ইসরাইলি সেনাদের সঙ্গে সাক্ষাৎ নেতানিয়াহুর 

বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর