দিনাজপুর বড় মাঠের খেলার মাঠ ও স্পোর্টস ভিলেজ পরিদর্শনে আসিফ আকবর
দিনাজপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, বাংলাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী আসিফ আকবর দিনাজপুর বড় মাঠের খেলার মাঠ, স্পোর্টস ভিলেজ পরিদর্শন করেন। এছাড়াও তিনি দিনাজপুর স্টেডিয়াম ও জিমন্যাসিয়াম পরিদর্শন করেন।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) পরিদর্শনকালে আসিফ আকবর দিনাজপুরের ঐতিহাসিক বড় মাঠের ভুয়সী প্রশংসা করে বলেন, দেশের বহু স্থানে আমি গিয়েছি কিন্তু এ ধরনের মাঠ আমার চোখে পড়েনি। এই মাঠ হলো খেলাধুলার জন্য একটি উপযুক্ত মাঠ। সুনামধন্য খেলোয়াড় মুশফিকুর রহমানের শততম টেস্ট ক্রিকেটের উদাহরণ দিয়ে তিনি বলেন, এ ধরনের মাঠ থেকেই শতশত মুশফিকুর রহমান তৈরির সুযোগ রয়েছে। তিনি এ জন্য দিনাজপুর ও আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের জন্য ক্রিকেট বোর্ড, স্কোর বোর্ড, নেট ও বোলিং মেশিনসহ যা যা প্রয়োজন সবকিছু দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি ক্রিকেট প্রতিযোগিতা ও টুর্নামেন্টের আগে বেশি বেশি করে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বিসিবি পরিচালক মো. হাসানুজ্জামান, বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আরমানুল ইসলাম নয়ন, দিনাজপুর জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য রেহাতুল ইসলাম খোকা, আরিফুল আলম পল্লব, মো. কামারুজ্জামান, সাবেক জাতীয় ক্রিকেটার ধীমান ঘোষ, মিজানুর রহমান পাটোয়ারী বাবু, সাবেক ক্রিকেটার মুরাদ খান প্রমুখ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1763580508.jpg)


