ভিডিও বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২০ নভেম্বর, ২০২৫, ০৯:৫১ সকাল

যুদ্ধবিরতি ভঙ্গ- ইসরায়েলের হামলায় গাজায় নিহত ২৮

যুদ্ধবিরতি ভঙ্গ- ইসরায়েলের হামলায় গাজায় নিহত ২৮, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি ভেঙে গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (১৯ নভেম্বর) উপত্যকার বিভিন্ন স্থানে কয়েক দফায় চালানো হয়েছে বিমান হামলা। এতে এখন পর্যন্ত ২৮ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন প্রায় ১শ’ ফিলিস্তিনি। এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তথ্যটি।

হামলায় টার্গেট করা হয় দক্ষিণ ও মধ্য গাজা। এর মধ্যে, গাজা সিটির জেইতুনেই এক হামলাতে প্রাণ গেছে কমপক্ষে ১০ জনের। নিহতদের সবাই এক পরিবারের সদস্য ছিলেন। 

এছাড়াও, খান ইউনিসের কাছে আল-মাওয়াসি শরণার্থী কেন্দ্র ও গাজা সিটির শুজাইয়া অঞ্চলেও চালানো হয় হামলা। তেলআবিবের দাবি, খান ইউনিসে আইডিএফ সেনাদের ওপর গুলি চালানোর জেরে হামাস সদস্যদের আশ্রয়স্থল টার্গেট করে অভিযানগুলো পরিচালনা করা হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগ তুলে এই হামলার প্রতিবাদ জানিয়েছে হামাস। 

এর আগে, গতকাল লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবির টার্গেট করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আল-জাজিরার এক অনুসন্ধান বলছে, গত মাসে কার্যকরের পর থেকে অন্তত ৩৯৩ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতি ভঙ্গ- ইসরায়েলের হামলায় গাজায় নিহত ২৮

আজ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরানোর আপিলের রায়

আজ তারেক রহমানের ৬১তম জন্মদিন

নির্বাচন সামনে রেখে আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব

নিলামে বিক্রি হল সোনার কমোড, দাম ১.২১ কোটি

ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা