ভিডিও বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৫, ১১:৩০ রাত

শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে : দুলু

শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে : দুলু। ছবি : দৈনিক করতোয়া

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী এড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ভারত যেহেতু বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে অনুপ চেটিয়াকে দেশে ফিরিয়ে নিয়ে বিচারের আওতায় আনতে পেরেছে সেহেতু শেখ হাসিনাকেও এই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করে, রায় কার্যকর করতে হবে।

আজ বুধবার (১৯ নভেম্বর) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া জিরো পয়েন্টে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা আব্দুল্লাহ আল হেলাল।

নির্বাচনি সভায় দুলু বলেন, শাসনের নামে শোষণ কেউ পছন্দ করেন না। শেখ মুজিমের মৃত্যুর যেমন এ দেশে কান্নার কোন মানুষ ছিলো না তেমনি, তার মেয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়ার পরও কেউ আপসোস করেনি। বরং মানুষ খুশি হয়ে মিষ্টি বিতরণ করেছে। নির্যাতিত মানুষ উল্লাস প্রকাশ করেছে। মাটিতে সিজদা দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করেছে।

দুলু বলেন, শেখ হাসিনা আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল করে ১৯৭১ সালের যুদ্ধাপরাধের অভিযোগে যে বিচার করেছিল তাতে অসংখ্য অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ থাকলে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে যে রায় দিয়েছে সেখানে সকল নিয়ম নীতি অনুসরন করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয়েছে।

সভায় আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে : দুলু

হত্যা রহস্য উদঘাটন সলঙ্গায় পরকীয়ার বলি গরু ব্যবসায়ী আবদুল লতিফ

গাইবান্ধায় হত্যার পর যুবককে গাছে ঝুলানোর অভিযোগ প্রধান আসামি গ্রেফতার

পাবনার সুজানগরে লাউয়ের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

জয়পুুরহাটের পাঁচবিবির ছোট যমুনা থেকে জুনাঈদের লাশ উদ্ধার

বগুড়ায় ঋণ খেলাপি ব্যবসায়ী অরবিন্দ সাহাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা