ভিডিও বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৫, ১১:১৬ রাত

হত্যা রহস্য উদঘাটন সলঙ্গায় পরকীয়ার বলি গরু ব্যবসায়ী আবদুল লতিফ

হত্যা রহস্য উদঘাটন সলঙ্গায় পরকীয়ার বলি গরু ব্যবসায়ী আবদুল লতিফ

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গার চর ফরিদপুর গ্রামের গরু ব্যবসায়ী আব্দুল লতিফ শেখ (৪০) হত্যার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় গত সোমবার চারজনকে গ্রেফতার করা হয়েছে। গত ৯ নভেম্বর সন্ধ্যায় আব্দুল লতিফ নিখোঁজ হওয়ার তিনদিন পর ফুলজোড় নদীর খাড়াঘাট থেকে হাত-পায়ে ইট বাঁধা অবস্থায় তার লাশ হয়।

ডিবির এসআই নাজমুল হক রতন জানান, প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণে দেখা যায় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। গ্রেফতারকৃতরা হলেন- মাসুদ রানা (৩৮), ফরিদুল ইসলাম (৪২), প্রবাসী মতিউর রহমানের স্ত্রী শাহীনুর খাতুন (৪০) ও নিহত খতিবের ভগ্নিপতি রফিকুল ইসলাম (৪০)।

আদালতে ১৬৪ ধারার জবানবন্দি সূত্রে জানা যায়, শাহীনুর খাতুন ও লতিফের পরকীয়া চলছিল। লতিফ শাহীনুর খাতুনের কাছে থেকে ২ লাখ টাকা ধার নিয়ে অস্বীকার করার কারণে সম্পর্ক বিছিন্ন হয়। পরে শাহীনুর খাতুন গ্রেফতারকৃত রফিকুল ইসলামের সাথে পরকীয়া শুরু করলে ত্রিমুখি দ্বন্দ্বের জেরে তারা লতিফকে হত্যার পরিকল্পনা করে।

পরিকল্পনা অনুযায়ী ২ লাখ টাকার বিনিময়ে মাসুদ, ফরিদুলসহ আরও কয়েকজনকে ভাড়া করা হয়। ঘটনার দিন শাহীনুর লতিফকে নদীর ঘাটে ডেকে নিয়ে ঘুমের ওষুধ মিশানো কোমল পানীয় পান করিয়ে অচেতন করলে, আসামিরা তাকে শ্বাসরোধে হত্যা করে হাত-পায়ে ইট বেঁধে নদীতে ফেলে দেয়। ডিবি পুলিশ জানায়, মামলার অন্যান্য আলামত যাচাই চলছে এবং সম্পৃক্ত আরও কেউ থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা রহস্য উদঘাটন সলঙ্গায় পরকীয়ার বলি গরু ব্যবসায়ী আবদুল লতিফ

গাইবান্ধায় হত্যার পর যুবককে গাছে ঝুলানোর অভিযোগ প্রধান আসামি গ্রেফতার

পাবনার সুজানগরে লাউয়ের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

জয়পুুরহাটের পাঁচবিবির ছোট যমুনা থেকে জুনাঈদের লাশ উদ্ধার

বগুড়ায় ঋণ খেলাপি ব্যবসায়ী অরবিন্দ সাহাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

নীলফামারীর সৈয়দপুরে তাবলীগ জামাতের সাদপন্থী ও যোবায়েরপন্থীর সৃষ্ট বিরোধ নিষ্পত্তি