৩১ কোটি ৫৫ লাখ টাকা ঋণ
বগুড়ায় ঋণ খেলাপি ব্যবসায়ী অরবিন্দ সাহাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
কোর্ট রিপোর্টার : ব্র্যাক ব্যাংকের খেলাপি ঋণের ৩১ কোটি ৫৫ লাখ ৭৩ হাজার ৬২৯ টাকা ৫৯ পয়সা আদায়ের মামলায় দেনদার ঋণ খেলাপি বগুড়া শহরের ফুলবাড়ি বিসিক শিল্প নগরীর মেসার্স জয় ফ্লাওয়ার মিলস্’র প্রোপ্রাইটার অরবিন্দ সাহাকে দেশ ত্যাগে আদালত থেকে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। তিনি শহরের বেনু কুন্ডু লেনের মৃত অতুল চন্দ্র সাহার ছেলে।
সেই সাথে তিনি যেন আদালতের অনুমতি ছাড়া দেশ ত্যাগ করতে না পারেন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশের কপি বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন), পুলিশের বিশেষ শাখা ঢাকা বরাবর প্রেরণের জন্য আদেশ দেওয়া হয়েছে। বগুড়ার অর্থঋণ আদালতের জজ মো. আহসান হাবিব গতকাল মঙ্গলবার ওই আদেশ দেন।
উল্লেখ্য, ব্র্যাক ব্যাংক লিমিটেড বগুড়া শাখা থেকে ফুলবাড়ী বিসিক শিল্প নগরীর মেসার্স জয় ফ্লাওয়ার মিলস্’র প্রোপ্রাইটার অরবিন্দ সাহা তার ব্যবসা পরিচালনার জন্য এসএমই ইউনিট থেকে ঋণ গ্রহণ করেন। ওই ব্যাংক ঋণের পাওনা ৩১ কোটি ৫৫ লাখ ৭৩ হাজার ৬২৯ টাকা ৫৯ পয়সা আদায়ের জন্য ব্যাংক অর্থঋণ আদালতে মামলা করে ডিক্রি প্রাপ্ত হয়।
গ্রহীত ঋণের ওই টাকা পরিশোধ না করলে বাদি টাকা আদায়ের জন্য ঋণ গ্রহীতা অরবিন্দ সাহা, তার স্ত্রী সন্ধ্যা রানী সাহা এবং তাদের ছেলে জয় কুমার সাহাসহ মোকাবেলা দেনদার হিসেবে ফুলবাড়ি বিসিক শিল্প নগরীর উপ-মহাব্যবস্থাপকের বিরুদ্ধে অর্থঋণ আদালতে অর্থ ডিক্রি জারি মামলা দায়ের করেন। ওই মামলায় শুনানি শেষে বগুড়া অর্থঋণ আদালতের বিচারক ব্যবসায়ী অরবিন্দ সাহাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করেন।
মন্তব্য করুন







