প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৫, ০৬:১৩ বিকাল
জুলফিকার রাসেলের কথায় প্রকাশ হলো জুবিন গার্গের নতুন গান
ভারতীয় সংগীতশিল্পী জুবিন গার্গ।
বিনোদন ডেস্কঃ সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে গত সেপ্টেম্বরে মাত্র ৫২ বছর বয়সে না ফেরার দেশে চলে যান ভারতীয় সংগীতশিল্পী জুবিন গার্গ। তার মৃত্যু ঘিরে রহস্যের পর্দা এখনো পুরোপুরি ওঠেনি। তদন্ত চলমান। বাংলাদেশের সংগীতপ্রেমীদের কাছে জুবিন সবসময়েই একটি আবেগের নাম। আর সেই শিল্পীর জন্মদিনেই প্রকাশ পেল তার কণ্ঠে গাওয়া নতুন একটি অপ্রকাশিত গান।
জুটি মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘অবুঝ পাখি’ শিরোনামের গানটি। লিখেছেন জুলফিকার রাসেল, সুর ও সংগীত করেছেন টুনাই দেবাশীষ গাঙ্গুলি। দীর্ঘদিন আগেই জুবিন গার্গের কণ্ঠে গানটি রেকর্ড হয়েছিল বলে জানান রাসেল।
জুলফিকার রাসেল বলেন, ‘আমার সৌভাগ্য হয়েছিল জুবিন গার্গের কণ্ঠে বেশ কিছু গান করার। ‘অবুঝ পাখি’র ভিডিও শুট করার কথাও ছিল মেঘালয়ে। কিন্তু এর আগেই তিনি চলে গেলেন। তার জন্মদিনে আমাদের এই প্রথম নিবেদন প্রকাশ করতে পেরে ভীষণ আবেগাপ্লুত।’
গীতিকার জানান, তার লেখা মোট সাতটি বাংলা গানে কণ্ঠ দিয়েছিলেন জুবিন গার্গ। পরে শিল্পীর পরামর্শে সবগুলোরই হিন্দি সংস্করণও তৈরি করা হয়। ফলে বাংলা-হিন্দি মিলিয়ে মোট ১৪টি ট্র্যাক রয়েছে তাদের হাতে। ‘অবুঝ পাখি’র হিন্দি সংস্করণও শিগগিরই প্রকাশ পাবে।
সব গান প্রকাশের আগে যোগাযোগ করা হয়েছে জুবিনের স্ত্রী গরিমা গার্গের সঙ্গে। তার অনুমতি নিয়েই জন্মদিনে প্রকাশ করা হয়েছে ‘অবুঝ পাখি’।
জুলফিকার রাসেল জানান, ‘জুবিন গার্গ আর আমাদের মাঝে নেই। তাই তার অপ্রকাশিত গানগুলোর সঠিক ব্যবস্থাপনা নিয়ে আমাদের ভাবনা ছিল। আমরা সব দায়িত্ব দিয়েছি গরিমা গার্গকে। টুনাই দেবাশীষ গাঙ্গুলি আসামে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন। তিনি অসুস্থ থাকায় বিস্তারিত আলোচনা হয়নি, তবে জন্মদিনে একটি গান প্রকাশ করতে বলেছেন।’
তিনি আরও জানান, ভবিষ্যতে সব গান পরপর প্রকাশ করে সেখান থেকে প্রাপ্ত অর্থ জুবিন গার্গের নামে থাকা ট্রাস্টে তুলে দিয়ে জনকল্যাণমূলক কাজে ব্যবহার করতে চান তারা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1763479954.jpg)
