সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশের হাতে ৪ মাদকসেবী আটক
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে গাঁজা সেবনের দায়ে ৪ জন মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চান্দাইকোনা কালিমাতা মন্দির এলাকার সামনে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- আব্দুল্লাহ খান জয়, আনন্দ হাওলাদার, কার্তিক হাওলাদার ও ফয়সাল জাহান সবুজ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানার এসআই জাফর আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে চান্দাইকোনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে চান্দাইকোনা আন্ডারপাসের পশ্চিম পাশে পুরাতন শ্রী শ্রী কালিমাতা মন্দিরের দক্ষিণ দিকে টিনের চালার নিচে গাঁজা সেবনের সময় ৪ জনকে হাতেনাতে আটক করা হয়।
আরও পড়ুনরায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারনীর ২১ ধারায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন








