ভিডিও বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৫, ০৫:৫৯ বিকাল

বগুড়ার দুপচাঁচিয়ায় আমনের বাম্পার ফলন নতুন ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক

বগুড়ার দুপচাঁচিয়ায় আমনের বাম্পার ফলন নতুন ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় চলতি মৌসুমে রোপাআমন ধানের বাম্পার ফলন হয়েছে। এরই মাঝে কৃষকরা ধান কাটা-মাড়াই শুরু করেছেন। ধানের বাম্পার ফলন দেখে কৃষকের মুখে হাসি ফুটেছে।

গতকাল মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, বিস্তৃর্ণ মাঠজুড়ে আমন ধানের সোনালী শীষ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এই উপজেলার প্রায় ১১ হাজার ৬২০ হেক্টর জমিতে ধানের চাষ করা হয়েছে। এবার এ ধানের মৌসুমে শুরু থেকে আবহাওয়া অনুকূলে থাকায় কুষকরা রোপাআমন চাষে কোনো সমস্যায় পড়েননি।

বিশেষ করে বীজতলা থেকে ধানের চারা রোপণ করা, পরিচর্যাসহ সব মিলিয়ে মাঠে-মাঠে কৃষকের সোনালী ধানের সমারহ এখন দর্শনীয় হয়ে উঠেছে। এরই মাঝে অনেক কৃষক ধান কাটা-মাড়াই শুরু করেছেন। কৃষকরা জানান, কৃষি অফিসের পরামর্শে যথাযথভাবে পরিচর্যা করায় জমিতে ধান ভালো হয়েছে। ইতিমধ্যে পাকাধান কাঁটতে শুরু করেছেন। তবে কিছুদিন আগে বৃষ্টির কারণে ধান কিছুটা নষ্টও হয়েছে। এরপরও বিঘা প্রতি ১৭ থেকে ১৮ মণ ধান পাচ্ছেন। তারা আশা করেছেন ধানের দামও ভালো পাবেন।

আরও পড়ুন

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ সাইফুল আবেদীন জানান, চলতি মৌসুমে উপজেলায় ১১ হাজার ৬২০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, যা অর্জিতও হয়েছে। ধানের চারা রোপণের শুরু থেকেই ভালো মানের বীজ জমির উর্বরতা বৃদ্ধির প্রয়োজনীয় প্রদক্ষেপ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছেন।

যদিও এখনও পুরোদমে ধান কাটা-মাড়াই শুরু হয়নি। এরই মাঝে যে সব এলাকা ধান পেকেছে সেখানে ধান কাটা-মাড়াইয়ের ধুম পড়েছে। গতকাল পর্যন্ত উপজেলায় প্রায় ৭৫০ হেক্টর জমিতে ধান কাটা-মাড়াই হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় আমনের বাম্পার ফলন নতুন ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশের হাতে ৪ মাদকসেবী আটক

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে শর্ত শিথিল করার আহ্বান আসিফ নজরুলের  

নারী কাবাডি বিশ্বকাপঃ টানা তৃতীয় জয় ইরানের

পশ্চিম তীরে নির্যাতনকারী ইসরায়েলিদের বিচারের ঘোষণা নেতানিয়াহুর

সখীপুরে মা-মেয়ের লাশ উদ্ধার