দীর্ঘদিন পর প্রকাশ্যে এলেন চেয়ারম্যান
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে প্রকাশ্যে এসেছেন। গত বছরের ৫ আগস্টের পর থেকে তার অনুপস্থিতিতে জন্মনিবন্ধন, বিভিন্ন সনদ প্রদান, গ্রাম আদালতসহ নাগরিক সেবার গুরুত্বপূর্ণ কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
চেয়ারম্যানের দীর্ঘ অনুপস্থিতির বিষয়টি পরিষদের ইউপি সদস্যরা আগেই উপজেলা নির্বাহী অফিসার ও জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি)-কে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরিষদের কার্যক্রম সচল রাখতে প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব প্রদানের জন্য রেজুলেশনসহ লিখিত আবেদনও দাখিল করেন তারা।
ইউপি সদস্যদের অভিযোগ, পরিষদ ভবন না থাকায় চেয়ারম্যান নিজের বাড়িতে কার্যালয় স্থাপন করে শুরু থেকেই সরকারের দলীয় প্রভাব দেখিয়ে নিয়ন্ত্রণ করতেন। পরিষদের সিদ্ধান্ত, সদস্যদের মতামত বা নিয়ম তোয়াক্কা না করে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা করে আসছিলেন তিনি। গত বছর ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন।
আরও পড়ুনঅবশেষে সকল সদস্য একত্রিত হয়ে প্যানেল চেয়ারম্যানের কাছে দায়িত্বের জন্য জেলা প্রশাসকের কাছে এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন দেয়ার পর গত ১৭ নভেম্বর প্রকাশ্যে আসেন তিনি। এমন পরিস্থিতিতে পরিষদের সদস্যরা এখন আর তার পাশে দাঁড়াতে নারাজ।
এব্যাপারে ইউপি চেয়ারম্যান পালিয়ে থাকার কথা অস্বীকার করে বলেন, নিয়মিত অফিস করেছি, পরিষদের কর্যক্রম ব্যাহত হয়নি। সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল বলেন, চেয়ারম্যান অনুপস্থিতির অভিযোগসহ প্যানেল চেয়ারম্যানের কাছে দায়িত্ব চেয়ে পরিষদের সদস্যদের আবেদন পাওয়া গেছে। তাদের আবেদনের বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন







