ভিডিও মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৫, ১১:১৮ রাত

বগুড়ার শেরপুরে নবান্ন উৎসবে মাছের বাজারে উপচে পড়া ভিড়

বগুড়ার শেরপুরে নবান্ন উৎসবে মাছের বাজারে উপচে পড়া ভিড়। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: নবান্ন উৎসবকে কেন্দ্র করে শেরপুরের হাট-বাজারগুলোতে উঠেছে নানা জাতের বড় বড় মাছ। সেই সাথে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। তবে অন্যান্য দিনের তুলনায় প্রতিটি মাছের দাম ছিল চড়া। এছাড়াও কাঁচা বাজারে তেমন দাম না বাড়লেও নতুন আলুর দাম ছিল প্রতি কেজি ৩শ টাকা।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে মাছের আড়ত, হাটখোলা, শেরুয়া বটতলা, মির্জাপুর পৌরসভার বাজারসহ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে। বাঙালি ঐতিহ্যের অংশ হিসেবে নবান্নের দিনে বিভিন্ন প্রজাতির মাছ দিয়ে উৎসবের দিনটি উদযাপনের জন্য  মাছের বাজারে এক ধরণের উৎসব আমেজ লক্ষ্য করা গেছে।

বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ছোট মাছের চেয়ে বড় মাছের সরবরাহ বেশি। বাজারে আসা মাছগুলোর মধ্যে চিতল, সিলভার কার্প, বিগহেড, রুই, কাতলা, পাঙ্গাস, ব্লাককার্প, আইড়, বোয়ালসহ প্রায় সব ধরনের বড় মাছ । মাছগুলোর  ওজন দেড় থেকে ১০/১৫ কেজি পর্যন্ত।

বড় আকৃতির রুই, কাতলা ৫শ থেকে ৭শ টাকা, চিতল ৬শ থেকে ১১শ টাকা, বোয়াল বড় ১৫শ থেকে ১৮শ টাকা দরে বিক্রি হলেও মাঝারি মাছ ৩শ-৫শ টাকার মধ্যে পাওয়া গেছে। বড় বিগহেড ও সিলভার কার্পের দাম ৩শ-৬শ টাকার মধ্যে এছাড়া ছোট পাঙ্গাস ১৫০ টাকা থেকে ১৮০ টাকা, বড় পাঙ্গাস ২৮০ থেকে ৩৫০ টাকায় খুচরা বেচা কেনা হয়েছে।

আরও পড়ুন

অনিমেষ কুমার বলেন, নবান্নতে বাড়িতে নতুন নতুন অতিথি আসেন, তাই বড় মাছের প্রয়োজন। দাম বেশি হলেও উৎসবের দিনে তা কিনতেই হয় এটাই আমাদের ঔতিহ্য। খুচরা মাছ বিক্রেতা মিরাজ, ফারুক, বিশ্বনাথ জানান, আজ বড় মাছ বেশি তোলা হয়েছে। নবান্নের কারণে বাড়তি চাহিদা থাকে, দাম গত দিনের চেয়ে অনেকটাই বেশি। উৎসবের দিনগুলোতে সাধারণত দাম এমনিতেই বেশি থাকে।

আড়ৎদার কামরুজ্জামান বাবু ও জিয়া বলেন, গত বছরের তুলনায় এবার দাম বাড়েনি। তবে দেশি মাছ বিশেষ করে বোয়াল, আইড় মাছের সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি ছিল। এবার শেরপুরের আড়তে ছোট বড় মিলে প্রায় ২ কোটি টাকারও বেশি মাছ বিক্রি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে নবান্ন উৎসবে মাছের বাজারে উপচে পড়া ভিড়

চাঁপাইনবাবগঞ্জে নামাজে ইমামতি করার প্রাক্কালে মারা গেলেন ইমাম

বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে ভিপি সাইফুলের গণসংযোগ

কোটি টাকা খরচে মিরপুরে ডিজিটাল জায়ান্ট স্ক্রিন, ঘুচছে সমর্থকদের আক্ষেপ

বগুড়া ডিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তৌফিকুর রহমান

বগুড়ার ধুনটে জি এম সিরাজের গাড়ি ভাংচুর মামলায় যুবলীগ নেতা গ্রেফতার