বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে ভিপি সাইফুলের গণসংযোগ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সদর আসেন ধানের ভোট চেয়ে গণসংযোগ, পথসভায় ও লিফলেট বিতরণ করা হয়েছে। ১৮ নভেম্বর মঙ্গলবার বগুড়া পৌরসভার ১৪নং ওয়ার্ডের ছিলিমপুর, হরিগারি ও বেলাইল এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে মিছিল, গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
পথসভায় ভিপি সাইফুল ইসলাম বলেন, আগামি ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচনে দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে রাষ্ট্র পরিচালনার জন্য সংখ্যগরিষ্ঠতায় নির্বাচিত করতে হবে। সেই নির্বাচনে বগুড়া সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে।
বিএনপি ক্ষমতায় থাকাকালীন এই এলাকায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছেন। মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় অত্র এলাকার মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে। বিএনপি দেশের সেক্টরের মানুষের কথা চিন্তা করেন ৩১দফা তৈরী করেছেন। ৩১ দফা বাস্তবায়ন করতে বিএনপিকে দেশ পরিচালনাক দায়িত্ব দিতে হবে। সারাদেশে বিএনপির ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করুন।
আরও পড়ুনগণসংযোগ ও পথসভায় জেলা বিএনপির নেতা সাবেক কাউন্সিলর শহা মো: মেহেদী হাসান হিমু, সাবেক কাউন্সিল তৌহিদুল ইসলাম বিটু, মাহমুদ শরীফ মিঠু, ফারুকুল ইসলাম ফারুক, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন পিন্টু, আব্দুল গফুর দারা, হাসানুজ্জামান পলাশ, শফিকুল ইসলাম শফিক, সুলতান আহমেদ, রুহুল আমিন সুমন, শ্রমিকদল নেতা শহিদুল ইসলাম, খায়রুজ্জামান জিয়া, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোয়েভ ইসলাম অভি, আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ নাহিদ ও আরিফিন খালিদ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন








