ভিডিও মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৫, ০১:০৮ দুপুর

শেখ হাসিনার ফাঁসির রায়ের খুশিতে টিএসসিতে আজ ভুরিভোজের আয়োজন

শেখ হাসিনার ফাঁসির রায়ের খুশিতে টিএসসিতে আজ ভুরিভোজের আয়োজন

ঢাবি প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির পায়রা চত্বরে ভুরিভোজের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরপর দুটি পোস্ট দিয়ে এ বিষয়টি জানান।

গত সোমবার (১৭ নভেম্বর) রাতে দেওয়া এক পোস্টে আব্দুল কাদের লেখেন, "স্বৈরাচার হাসিনার ফাঁসির রায় উপলক্ষে আগামীকাল (সোমবার) টিএসসিতে ভূরিভোজ!"
পরদিন মঙ্গলবার (১৮ নভেম্বর) আরেকটি পোস্টে তিনি জানান, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও প্রতিরোধ আন্দোলনের ধারাবাহিকতায় রায়ের মুহূর্তটি তিনি ‘ঐতিহাসিক’ বলে মনে করেন এবং শিক্ষার্থীসহ সকল গণতান্ত্রিক শক্তিকে আনন্দ ভাগাভাগি করার আমন্ত্রণ জানান।

আরও পড়ুন

কাদের তার পোস্টে আরও বলেন, "দীর্ঘদিনের স্বৈরাচার হাসিনাবিরোধী লড়াইয়ে যারা সঙ্গী ছিলেন, সবাইকে নিয়ে আমরা টিএসসিতে আনন্দ ও বিজয় উদযাপন করবো। দেড় যুগের স্বৈরশাসকের বিরুদ্ধে সংগ্রাম করে বিচারিক রায় নিশ্চিতের আনন্দ আমরা দলমত নির্বিশেষে একত্রে ভাগাভাগি করতে চাই।"
পায়রা চত্বর ঘিরে উৎসুক শিক্ষার্থীদের ভিড় দেখা গেছে, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার ফাঁসির রায়ের খুশিতে টিএসসিতে আজ ভুরিভোজের আয়োজন

বুধবার ইসির সংলাপে আসছে বিএনপি ও জামায়াত

ছোট পর্দায় ফিরছেন ভাস্বর

ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে সিআইডির মামলা

দেড় বছরে এত সাফল্য অর্জন অন্তর্বর্তী সরকারের মতো কেউ করতে পারেনি

দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষে দিল্লি