নবীন শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী ক্যারিয়ার গাইডলাইন আয়োজন করলো ঢাবি ছাত্রশিবির
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী ‘ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। আজ শনিবার (১৫ নভেম্বর) টিএসসি অডিটোরিয়ামে তিনটি পৃথক স্লটে অনুষ্ঠিত এই আয়োজনে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের অংশগ্রহণে অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
অনুষ্ঠানে অংশ নিতে শিক্ষার্থীরা গুগল ফর্মের মাধ্যমে আগাম রেজিস্ট্রেশন এবং অনস্পট রেজিস্ট্রেশনের সুযোগ পান। নির্ধারিত সময়ে ডেলিগেট কার্ড সংগ্রহ করে তারা অডিটোরিয়ামে প্রবেশ করেন।
তিন স্লটে পৃথক সেমিনার:
সকাল ১০টায় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের জন্য প্রথম স্লটে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ। দুপুর ২টায় বিজ্ঞান অনুষদের সেশনে বক্তব্য দেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম। সন্ধ্যা ৬টায় ব্যবসায় শিক্ষা অনুষদের সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। দিনব্যাপী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
প্যানেল আলোচনায় বিশিষ্ট শিক্ষাবিদরা:
প্রতিটি সেশনে শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং প্রথম বর্ষে বিশ্ববিদ্যালয়জীবনের সুযোগ–সম্ভাবনা বিষয়ে পরামর্শ দিতে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশেষজ্ঞরা।
আরও পড়ুনকলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ:
অ্যাডভোকেট শিশির মনির, অধ্যাপক ড. জুবায়ের মো. ইহসানুল হক এবং অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসেন।
বিজ্ঞান অনুষদ:
অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান এবং অধ্যাপক ড. মো. ফখরুল ইসলাম।
ব্যবসায় শিক্ষা অনুষদ:
অধ্যাপক ড. মো. মঞ্জুর মোর্শেদ, উদ্যোক্তা মো. মুবির মাহমুদ চৌধুরী এবং সিনিয়র লেকচারার ওমর নাসিফ আব্দুল্লাহ। প্রধান অতিথি জাহিদুল ইসলাম বলেন, “দুনিয়ার ক্যারিয়ার যেমন জরুরি, তেমনি আখিরাতমুখীতা আমাদের জীবনের মূল দিকনির্দেশনা হওয়া উচিত। শিক্ষার্থীদের সৎ, আমানতদার ও কর্মমুখী হয়ে উঠতে হবে।” সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম জানান, “এই আয়োজন নবীনদের জন্য দিকনির্দেশনামূলক পাথেয় হিসেবে কাজ করবে।”
অ্যাডভোকেট শিশির মনির বলেন, “ছাত্ররাজনীতির ইতিবাচক ধারা রূপায়ণে ছাত্রশিবিরের উদ্যোগ আশাজাগানিয়া।” ঢাবি ছাত্রশিবিরের নেতৃবৃন্দরা জানান, নবীন শিক্ষার্থীদের সঠিকভাবে গাইড করাই এ আয়োজনের মূল লক্ষ্য, এবং ভবিষ্যতেও এমন ক্যারিয়ারভিত্তিক উদ্যোগ অব্যাহত থাকবে। প্রতিটি অনুষদের সেশনে অংশগ্রহণকারীদের মাঝে বই, ডায়েরি, কলম, কলমদানীসহ বিভিন্ন উপহার বিতরণ করা হয়। হালকা নাস্তার মাধ্যমে প্রতিটি সেশন শেষ হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








