ভিডিও শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৪ নভেম্বর, ২০২৫, ০৩:৫০ দুপুর

রংপুর-৬ আসনে এনসিপির মনোনয়ন সংগ্রহ করলেন ঢাবির সাবেক শিক্ষার্থী মাসুম বিল্লাহ

রংপুর-৬ আসনে এনসিপির মনোনয়ন সংগ্রহ করলেন ঢাবির সাবেক শিক্ষার্থী মাসুম বিল্লাহ

ঢাবি প্রতিনিধি : রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ করছেন পীরগঞ্জের জনপ্রিয় তরুণ নেতা মাসুম বিল্লাহ। তিনি জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক ও রংপুর বিভাগীয় উপকমিটির সদস্য।

শুক্রবার (১৪ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন তিনি।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন। মাসুম বিল্লাহ দীর্ঘদিন ধরে রংপুর অঞ্চলে এনসিপির সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে দলের অবস্থান সুদৃঢ় করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তরুণ নেতৃত্ব হিসেবে তিনি স্থানীয়ভাবে জনসম্পৃক্ত ও ইতিবাচক রাজনীতির প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছেন।

পীরগঞ্জের সার্বিক উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার প্রসার, অবকাঠামো উন্নয়ন এবং সকল শ্রেণি-পেশার মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে তিনি এনসিপির ব্যানারে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাশা করছেন।

আরও পড়ুন

তিনি বলেন, পীরগঞ্জের মানুষের পাশে থাকা আমার দায়িত্ব ও ভালোবাসা। আমি চাই, রাজনীতি হোক সেবা ও উন্নয়নের হাতিয়ার। তরুণদের নেতৃত্বে আমরা পীরগঞ্জকে একটি ন্যায়ভিত্তিক, উন্নত ও সম্প্রীতির মডেল সমাজে রূপান্তরিত করবো। 

দলীয় ও স্থানীয় নেতাকর্মীদের অনেকেই মনে করছেন, তরুণ ও শিক্ষিত সমাজের প্রতিনিধিত্ব করতে সক্ষম এমন প্রার্থী হিসেবে মাসুম বিল্লাহ পীরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর-৬ আসনে এনসিপির মনোনয়ন সংগ্রহ করলেন ঢাবির সাবেক শিক্ষার্থী মাসুম বিল্লাহ

সারাবিশ্বে প্রতি ৯ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত

তদন্ত করতে গিয়ে আসামিদের হামলায় তিন পুলিশ সদস্য আহত

গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন

ভোলায় গ্যাস দেশের কাজে লাগানো হবে: শিল্প উপদেষ্টা

লকডাউন-অগ্নিসংযোগে নির্বাচনবিরোধী মহলেরও সম্পৃক্ততা থাকতে পারে : হাবিবুর রহমান হাবিব