ভিডিও রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৫, ০৫:২৮ বিকাল

ঢাবিতে তারুণ্যের উৎসব ২০২৬ উদ্বোধন: ঐক্যের শক্তিতেই জাতির অগ্রযাত্রা - উপাচার্য

ঢাবিতে তারুণ্যের উৎসব ২০২৬ উদ্বোধন

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজ রবিবার (১৬ নভেম্বর ) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব ২০২৬–এর উদ্বোধন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, ডাকসুর সহ-সভাপতি মো. আবু সাদিক (সাদিক কায়েম) এবং ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল বিল্লাহ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উৎসবের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। পবিত্র ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপিত হয়। উদ্বোধনের পর একটি র‌্যালি সিনেট ভবন থেকে শুরু হয়ে মল চত্বরে গিয়ে শেষ হয়, যেখানে অতিথিবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

আরও পড়ুন

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “জাতীয় অগ্রযাত্রার অন্যতম প্রধান শক্তি হলো তারুণ্য। সংকটকালে তরুণ সমাজের ঐক্য জাতিকে বারবার আশান্বিত করেছে।” তিনি তরুণদের মধ্যে সম্ভাব্য বিভাজন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও আশা প্রকাশ করেন যে ঐক্যবদ্ধ তরুণরাই দেশের উন্নয়নকে গতিশীল করবে।

তিনি আরও বলেন, সৃজনশীলতা, নেতৃত্বের বিকাশ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে সারাবছরব্যাপী কার্যক্রম অব্যাহত রাখা জরুরি। বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সমাজের সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন তিনি। তারুণ্যের উৎসব ২০২৬-এর মূল আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সহ-আয়োজক ডাকসু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে তারুণ্যের উৎসব ২০২৬ উদ্বোধন: ঐক্যের শক্তিতেই জাতির অগ্রযাত্রা - উপাচার্য

রংপুরের গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

ফিফার অনুমতি ছাড়াই ‘বিদেশি’ ফুটবলার নিয়ে ঢাকায় এসেছে ভারত

এইচএসসিতে যশোর বোর্ডে খাতা চ্যালেঞ্জ করে পাস করলেন ৫৪ পরীক্ষার্থী

ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দিচ্ছে গাজী গ্রুপ, লাগবে স্নাতক পাস

মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা