ভিডিও শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৫, ০৯:৪১ রাত

যারা একসময় মজলুম ছিল তারা এখন জালিম হচ্ছে : তথ্য উপদেষ্টা

রাজধানীর বিস অডিটরিয়ামে ‘উইমেন ইন ডেমোক্রেসি’ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তৃতাকালে

অন্তর্বর্তীকালীন সরকার একটি পরিষদ নয়, সব দলের সমর্থনেই এটি গঠিত হয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তথ্য উপদেষ্টা বলেন, ‘অনেকেই বলেন অন্তর্বর্তীকালীন সরকার কোনো সরকার নয়, এটা একটা পরিষদ। তবে সব রাজনৈতিক দলের সমর্থনেই তো এই সরকার গঠন হয়েছিল। যদি সব রাজনৈতিক দল চাইতো, সব ধরনের সমস্যার সমাধান করা যেত।’

শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর বিস অডিটরিয়ামে ‘উইমেন ইন ডেমোক্রেসি’ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তৃতাকালে তিনি এই মন্তব্য করেন।

আরও পড়ুন



তিনি জানান, নতুন প্রশাসন গঠনের আগে প্রথম আট মাস বিভিন্ন আন্দোলন নিয়ে সরকারকে ব্যস্ত থাকতে হয়, এবং ঈদের পর পুরোনো অ্যাডমিনিস্ট্রেশন আবার জেঁকে বসে।

নারীদের নিরাপত্তা প্রসঙ্গে মাহফুজ আলম সাইবার বুলিংয়ের কারণ বিশ্লেষণ করে বলেন, ‘বুলিং, সোশ্যাল ট্যাবু–এগুলো জমাটবদ্ধ চিন্তাভাবনার প্রতিফলন।’
রাজনৈতিক ব্যবস্থার সমালোচনা করে মাহফুজ আলম বলেন, বাংলাদেশের পলিটিক্যাল সেটেলমেন্ট যতদিন-না বদলাবে, ততদিন কোনো পরিবর্তন আসবে না। তিনি প্রশ্ন তোলেন, ‘এলিট সেটেলমেন্ট এবং নেগোসিয়েশন কতটা হয়েছে।’

তিনি আক্ষেপ করে বলেন, যারা একসময় মজলুম ছিল, তারা এখন জালিম হচ্ছে। তিনি বলেন, ‘যারা নিজেরা একদিন মজলুম ছিল, তারা জামিন করাতে গেছে কেন? এরা যে মজলুম থেকে জালিম হচ্ছে, কেন সেটা হচ্ছে, ভাবতে হবে।’ তথ্য উপদেষ্টার মতে, রাষ্ট্রীয়, ধর্মীয়–সব ক্ষেত্রেই আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাখি সব করে রব, রাত্রি পোহাইল!

যারা একসময় মজলুম ছিল তারা এখন জালিম হচ্ছে : তথ্য উপদেষ্টা

বগুড়ায় প্রথম দিনে পেসারদের দাপট : রবিউলের ৫ উইকেট

নতুন পোশাকে মাঠে পুলিশ

সোনার দাম কমলো ৫ হাজার ৪৪৭ টাকা

চলার পথে শর্মিলী আহমেদকে ভীষণ মিস করেন দিলারা জামান ও আবুল হায়াত