ভিডিও শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৫, ০৮:১৫ রাত

২৬ টুকরো মরদেহ

রংপুরে আশরাফুলকে নিজ গ্রামে দাফন : বন্ধুসহ গ্রেফতার ২

রংপুরে আশরাফুলকে নিজ গ্রামে দাফন : বন্ধুসহ গ্রেফতার ২, ছবি : দৈনিক করতোয়া

রংপুর জেলা / বদরগঞ্জ প্রতিনিধি :  রাজধানী ঢাকার হাইকোর্ট মাজারের পাশ থেকে ড্রামের ভেতর পাওয়া ২৬ টুকরো মরদেহের সেই আশরাফুল হকের দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া আল মাহফুজ মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ৩টায় অ্যাম্বুলেন্সে আসে আশরাফুল হকের খণ্ডিত মরদেহ। ২৬ টুকরা মরদেহের কোফিন দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজন এবং এলাকাবাসী। গতকাল শুক্রবার এ ঘটনায় বড় বোন বাদি হয়ে বন্ধু জরেজসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলা করেন।

ওইদিন বিকেলেই কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয় প্রধান আসামি জরেজ ও তার প্রেমিকা শামীমাকে। এ সময় গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়। গতকাল শুক্রবার দিবাগত রাতে গোয়েন্দা পুলিশ ও র‌্যাব-৩-এর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। ডিবি জানায়, রংপুরের ব্যবসায়ী আশরাফুলকে হত্যার ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু জারেজুল ইসলামকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন

পরকীয়ার কারণে এ হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি)। উল্লেখ্য, গত মঙ্গলবার প্রবাসী বন্ধু জরেজকে সাথে নিয়ে ঢাকা যান আশরাফুল। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার হাইকোর্ট মাজারের পাশে দুটি নীল ড্রামের ভেতর থেকে তার ২৬ টুকরা মরদেহ উদ্ধার করা হয়। প্রযুক্তির সহযোগিতায় মিলে পরিচয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে আশরাফুলকে নিজ গ্রামে দাফন : বন্ধুসহ গ্রেফতার ২

হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ

ঢাবি শিক্ষক কতৃক যৌন হয়রানি :উপাচার্যকে আল্টিমেটাম

শততম টেস্টে ‘স্পেশাল’ সম্মাননা পাচ্ছেন মুশফিক

রাষ্ট্রদূত নিয়োগের সংবাদটি ভিত্তিহীন: প্রেস সচিব

বগুড়ার দুপচাঁচিয়ায় ফাঁস দিয়ে ইজিবাইক চালকের আত্মহত্যা