বিস্ফোরণে পুড়লো আর্জেন্টিনার গোলরক্ষকের বাড়ি
স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স শহরের কার্লোস স্পেগাজিনি এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুড়ে গেছে আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানির বাড়ি। মর্মান্তিক এই দুর্ঘটনায় ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
প্রতিবেদনে বলা হয়েছে, কেমিক্যাল থেকে ছড়িয়ে পড়ার কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার সময় বাড়িতে ছিলেন না আরমানি ও তার পরিবারের কেউ। বাড়ি খুব বেশি ক্ষতিগ্রস্ত না হলেও, পরিবেশগত বিপর্যয়ের কারণে এখনই সেখানে ফিরতে পারবেন না তারা। কারণ আশপাশের অঞ্চলে ক্ষতিকর রাসায়নিক ছড়িয়ে পড়েছে। সে কারণে যাতায়াত বন্ধ রাখা হয়েছে বিস্ফোরণ হওয়া এলাকায়।
কার্লোস স্পেগাজিনি মূলত শিল্পাঞ্চল। গত শুক্রবার হওয়া বিস্ফোরণের প্রভাব ২০ মিটার এলাকায়ও ছড়িয়ে যায়। সংবাদমাধ্যম ক্লারিন বলছে, বিস্ফোরণের উৎসস্থল বা কারণ এখনও নিশ্চিত নয়। যেখানে কমপক্ষে ২০ জন আহতের খবর জানা গেছে। প্রায় দুই ঘণ্টা ধরে স্থানীয় ফায়ার সার্ভিস, বোনায়েরেন্স পুলিশ এবং জরুরি সার্ভিসের কর্মীরা ওয়ারহাউজ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করেছেন। দুর্ঘটনায় আহতদের স্থানীয় এজেইজা ইন্তারজোনাল হাসপাতাল ও ক্যানিং হেলথ সেন্টারে নেওয়া হয়েছে।
আরও পড়ুনফ্রাঙ্কো আরমানি বর্তমানে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের হয়ে খেলেন। দুর্ঘটনার সময় তিনি হোটেলে অবস্থান করছিলেন বলে জানা গেছে। র্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৯ ম্যাচ খেলেছেন আরমানি। ২০২২ কাতার বিশ্বকাপ স্কোয়াডেও ছিলেন তিনি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক









