ভিডিও শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৫, ১২:৫৩ দুপুর

শততম টেস্টে মুশফিক পাচ্ছেন বিশেষ সম্মাননা 

শততম টেস্টে মুশফিক পাচ্ছেন বিশেষ সম্মাননা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আগামী ১৯ নভেম্বর মিরপুর শের-ই বাংলায় আয়ারল্যান্ডের বিপক্ষে শততম টেস্ট ম্যাচ খেলতে নামবেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার দিক থেকে আগেই শীর্ষে ছিলেন মুশফিকুর রহিম। ফলে তিনিই প্রথম কোনো বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নামছেন। 

ব্যক্তিগত মাইলফলকের ম্যাচে মুশফিককে বড় সম্মাননা দিতে চায় বিসিবি। সেদিন মিরপুর হোম অব ক্রিকেটে দাওয়াত পাবেন মিস্টার ডিফেন্ডেবলের পরিবার। এছাড়া ক্রেস্টসহ ক্রিকেটারদের স্বাক্ষরিত একটি ব্যাট দেওয়া হবে বলেও জানা গেছে। সবমিলিয়ে ১৯ নভেম্বর শের-ই বাংলা স্টেডিয়াম মুশফিকের বন্দনায় যে মুখরিত থাকবে সেটি বলার আর অপেক্ষা রাখে না। 

আন্তর্জাতিক ক্যারিয়ারে মুশফিক কেবল টেস্ট ফরম্যাটের দরজা খোলা রেখেছেন। যা নিয়ে আইরিশদের বিপক্ষে সিলেট টেস্টে জয়ের পর কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মুশফিকের শততম টেস্ট নিয়ে শান্ত বলেন, ‘অবশ্যই অনেক বড় একটা অর্জন, খুবই রোমাঞ্চিত। আমি প্রথম দিনের প্রেস কনফারেন্সে বলেছিলাম আমরা উদযাপন করতে চাই। খেলোয়াড়রা চায় ওই দিনটা বা ওই পুরো পাঁচ দিন আমরা উপভোগ করব। সম্মানের জায়গা তো আছেই। এরকম একটা অর্জন আমাদের বাংলাদেশে কখনও হয়নি। সুতরাং আমরা সবসময় আশা করি এরকম একটা মানুষকে সর্বোচ্চ পর্যায়ে আমাদের সম্মানটুকু দেওয়া উচিত এবং অধিনায়ক হিসেবে ওই জিনিসটা করারই চেষ্টা করব।’

আরও পড়ুন

আগেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মুশফিক। সমালোচনার মুখে চলতি বছর ছেড়েছেন ওয়ানডে ক্রিকেটও। শান্তর চাওয়া-মুশফিক যেন মিরপুরে একশতম টেস্ট খেলেই থেমে না যান। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় আমি আশা করব মুশফিক ভাই ১০০ টেস্ট খেলার পরও যেন উনি আরও চালিয়ে যান। কারণ এরকম অভিজ্ঞ খেলোয়াড় আমাদের টেস্ট দলে প্রয়োজন। আমি আশা করব সেটাও যেন উনি চালিয়ে যায়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শততম টেস্টে মুশফিক পাচ্ছেন বিশেষ সম্মাননা 

মেসিময় ম্যাচে জয় আর্জেন্টিনার

১০ লাখ টাকা আদায়ে প্রেমিকাকে দিয়ে ফাঁদ, তারপর ২৬ টুকরো: জানালো র‌্যাব

ঢাকা খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিংয়ে থাকা বাসে আগুন

নির্বাচনে ব্যাঘাত ঘটানোর মতো শক্তি আওয়ামী লীগের নেই: শফিকুল আলম