ভিডিও বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৩ নভেম্বর, ২০২৫, ০৯:৩০ রাত

নির্বাচিত পার্লামেন্ট দেশের অমীমাংসিত বিষয়গুলো সমাধান করবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন বেশি বেশি গণতন্ত্রের চর্চা আলোচনা হচ্ছে। এখান থেকেই সত্যিকার অর্থে গণতন্ত্রের সৌরভ তৈরি হবে। জাতীয় ঐক্যের বিষয়ে তিনি বলেন, নির্বাচিত পার্লামেন্টে দেশের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা করে সমাধানে পৌঁছাবে।
 
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ : জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
 
মির্জা ফখরুল বলেন, পাকিস্তানের সময় থেকে গণতন্ত্রকে বারবার হরণ করা হয়েছে, নষ্ট করা হয়েছে। এবার জুলাই যোদ্ধারা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ করে দিয়েছেন গণতন্ত্রকে। এই প্রচেষ্টা ধরে রাখবে বিএনপি এবং যত দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করতে পারব ততই মঙ্গল হবে। বর্তমানে হতাশার কিছু নেই।
 
তিনি আরও বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব দেশের মানুষ এখন কিছুই বুঝে না। আগে থেকে তৈরি করে নিতে হয়। পিআর এখন পর্যন্ত সাধারণ মানুষের কাছে বোধগম্য নয়। বিএনপি এখনও চায় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো জাতীয় সরকার গঠন করবে। নির্বাচনই এর একমাত্র বিকল্প। রাজনৈতিক বিশ্লেষক, চিন্তক ও কবি ফরহাদ মজহার বলেন, আগামী দিনে বিপদে ঠেলে দেবার ব্যবস্থা হচ্ছে নির্বাচন।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত পার্লামেন্ট দেশের অমীমাংসিত বিষয়গুলো সমাধান করবে: মির্জা ফখরুল

প্রধান উপদেষ্টা দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন : সামান্তা শারমিন

কুমিল্লা-৪ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন হাসনাত আবদুল্লাহ

রাজশাহীর ঘটনা নিন্দনীয় ও অমানবিক : প্রধান বিচারপতি

উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন

বহিস্কৃত ১৭ নেতাকে দলে ফেরাল বিএনপি