ভিডিও সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৫, ০১:২৫ দুপুর

সন্ধ্যা হলেই ডাকাতি

নওগাঁর পোরশায় ১০ কি.মি. সড়কে নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ

নওগাঁর পোরশায় ১০ কি.মি. সড়কে নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ, ছবি: দৈনিক করতোয়া ।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী বাজার হতে বন্ধুপাড়া মোড় পর্যন্ত ১০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে পুলিশ। এ সড়কের বিভিন্ন পয়েন্টে প্রায় সন্ধ্যা হতে রাত পর্যন্ত চলে সড়কে গাছ ফেলে ডাকাতি। ডাকাতদল রাস্তার গাছ ফেলে বিভিন্ন যানবাহনের পথরোধ করে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ সর্বস্ব ছিনিয়ে নিচ্ছে। সড়কটিতে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে থানা পুলিশ।

গত রোববার সন্ধ্যা ৭টায় এ সড়কের বেজোড়া মোড় সংলগ্ন যাত্রী ছাওনি এলাকায় রাস্তার গাছ ফেলে বিভিন্ন যানবাহনে ডাকাতি করে ডাকাতদল। রাত ৮টায় একই এলাকার ব্রিজের নিকট গাছ ফেলে বিভিন্ন যানবাহনে ডাকাতি করে ডাকাতদল, রাত ৯টায় বেজোড়া মোড় হতে তারেক জিয়া মোড় সংলগ্ন সড়কে গাছ ফেলে বিভিন্ন যানবাহনে ডাকাতি করে ডাকাতদল। রাত ১০টায় একই এলাকায় সড়কের সাথে লাগানো সফিকুল ও রাজিবুলের দুটি বাড়িতে ঢুকে ডাকাতি করার পর বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায় ডাকাতদল। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। রাত ১১টায় বেজোড়া মোড় দরগা সংলগ্ন সড়কে ডাকাতদল বিভিন্ন যানবাহনের পথরোধ করে ডাকাতি করে।

গত ১৫ অক্টোবর বুধবার দিবাগত রাতে উপজেলার সারাইগাছী-আড্ডা আঞ্চলিক মহাসড়কের মোশানতলা মোড় হতে বন্ধুপাড়া মোড় পর্যন্ত ৭ কিলোমিটারের মধ্যে ৩টি স্থানে ডাকাতরা গাছ ফেলে পথরোধ করে বিভিন্ন যানবাহনে ডাকাতি করে। একই রাতে এই ৭ কিলোমিটারের মধ্যে বেজোড়া মোড়ের তিন নাইট গার্ডদের অস্ত্রের মুখে জিম্মি করে ২০টি দোকানের সমস্ত মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। গত ১২ অক্টোবর রোববার সন্ধ্যা সাড়ে ৭টা হতে সাড়ে ৮টা পর্যন্ত এক ঘন্টা ডাকাতির ঘটনাটি ঘটেছে সারাইগাছী-আড্ডা সড়কের মোশানতলা মোড়ে। সেখানে একটি গাছ ফেলে উভয় দিক থেকে আসা বিভিন্ন যানবাহনের পথরোধ করে যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ কাছে থাকা সমস্ত মালামাল নিয়ে নেয় ডাকাতদল। অনেকে তাদের মালামাল দিতে না চাইলে মেরে গুরুতর আহত করে প্রায় ২০ জনকে। এর আগের সপ্তাহে উপজেলার ঘাটনগর ইউপির তাঁতিপাড়া বাজারের মুদিখানা ব্যবসায়ী আলমঙ্গীর হোসেন রাত ৮টার সময় দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এসময় তার পথরোধ করে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে তার কাছে থাকা ৪২ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতদল।  এলাকাবাসীর অভিযোগ, উপজেলার সারাইগাছী হতে বন্ধুপাড়া মোড় পর্যন্ত ১০ কিলোমিটার সড়কে প্রায়ই সন্ধ্যা হতে রাত পর্যন্ত ডাকাতি হচ্ছে। অথচ ডাকাতি বন্ধে পুলিশ প্রশাসনের কোন কার্যকর ভূমিকা নেই।

আরও পড়ুন

উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম জানান, প্রতি মাসের আইনশৃঙ্খলা মিটিংয়ে ওই সড়কে ডাকাতির কথা আলোচনা হয়ে থাকে। এতো ডাকাতির ঘটনায় তিনি নিজেও উদ্বিগ্ন। এ ব্যাপারে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, ওই এলাকায় থানা পুলিশ টহলে থাকে। এরপরেও কেন ডাকাতি হচ্ছে বিষয়টি আমার বোধগম্য নয়। ডাকাতি বন্ধে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলেও জানান। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর পোরশায় ১০ কি.মি. সড়কে নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ

চট্টগ্রামে ছেলের হাতে বাবা খুন

গার্দিওলার হাজারতম ম্যাচে পাত্তাই পেল না লিভারপুল

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২

মুক্তিযোদ্ধাদের হত্যাকারীরা দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করছে : ফখরুল