সেনা কর্মকর্তাদের আইনজীবী হিসেবে নাম প্রত্যাহার করলেন ব্যারিস্টার সরোয়ার
পেশাগত অসদাচরণ এড়াতে সাবেক ও বর্তমান ১৫ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গুমের দুই মামলা ও রামপুরায় ২৮ জন হত্যা মামলা থেকে আইনজীবী হিসেবে নাম প্রত্যাহার করলেন ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। আজ রোববার (৯ নভেম্বর) সকালে ট্রাইব্যুনাল ১-এ ওকালতনামা প্রত্যাহারের আবেদন করেন তিনি।এর আগে তিনি বলেছিলেন, আমি যে গুমের অভিযোগ দায়ের করেছিলাম, গ্রেপ্তার হওয়া ১৫ কর্মকর্তার মধ্যে একজন রয়েছেন। তাই আর আইনি লড়াইয়ে থাকছি না।
২২ অক্টোবর শুনানিতে ব্যারিস্টার সারওয়ার ওই সেনা কর্মকর্তাদের পক্ষে অংশ নেন। তিনি সেনা কর্মকর্তাদের ‘নির্দোষ’ বলেও দাবি করেছিলেন ট্রাইব্যুনালে।এর আগে ২১ অক্টোবর গুমের দুই মামলায় সাবেক ১৩ জন ও রামপুরায় ২৮ জনকে হত্যায় দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান আদালত।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক







