কাকরাইলে চার্চের গেটে ককটেল বিস্ফোরণ
রাজধানীর কাকরাইলে সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চের গেটে মোটরসাইকেল থেকে নিক্ষেপ করা ককটেলের বিস্ফোরণ ঘটেছে।শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রমনা বিভাগের পুলিশের উপ- কমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে একটি মোটরসাইকেল থেকে নিক্ষেপ করা ককটেল কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চের গেটে বিস্ফোরণ হয়। এছাড়া চার্চের গেট থেকে আরেকটি অবিস্ফোরিত ককটেল বোম্ব ডিসপোজাল ইউনিট উদ্ধার করে সেটি নিস্ক্রিয় করেছে। বিষয়গুলো নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। সেই মোটরসাইকেল ও তার চালককে শনাক্তের চেষ্টা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক









