দেবকে প্রশ্ন করে আলোচনায় শুভশ্রী!
বিনোদন ডেস্ক : দেব-শুভশ্রীকে ঘিরে বিতর্ক যেন বরাবরই টলিপাড়ার হট টপিক। বিশেষ করে ‘ধূমকেতু’ মুক্তির পর থেকে এই আলোচনার রেশ আরও তীব্র হয়। একাধিক সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন দেব-শুভশ্রী জুটি। তবে অনেক বছর আগেই তাদের পথ আলাদা হয়ে গিয়েছে। এখন তারা প্রাক্তন, তবুও তাদের নিয়ে আলোচনার যেন শেষ নেই।
সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন শুভশ্রী। আর এখানে দেব প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী, সে থেকেই নতুন আলোচনার শুরু। বর্তমানে শুভশ্রী ব্যস্ত তার আসন্ন ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’-এর প্রচারে। কিন্তু প্রায় প্রতিটি সাক্ষাৎকারেই দেবকে নিয়ে প্রশ্ন আসছেই অভিনেত্রীর কাছে। সাক্ষাৎকারে শুভশ্রীকে প্রশ্ন করা হয় যদি তিনি সাংবাদিক হতেন, তাহলে স্বস্তিকা, জিৎ এবং দেবকে কোন প্রশ্ন করতেন? স্বস্তিকার ক্ষেত্রে তিনি জানতে চাইতেন-দর্শকরা তার কাছ থেকে আরও বাংলা ছবি কেন পাচ্ছেন না? জিৎকে তিনি জিজ্ঞেস করতেন তার প্রিয় সহ-অভিনেত্রী কে? কিন্তু দেবের প্রশ্ন উঠতেই কিছুক্ষণ নীরব থাকেন শুভশ্রী। কয়েক সেকেন্ড ভেবে হালকা হাসিতে বলেন, দেবকে আর কী প্রশ্ন করব? শুধু জানতে চাইবো কেমন আছো।
তার এই সংক্ষিপ্ত উত্তরই নেটিজেনদের কৌতূহল বাড়িয়েছে। তারা দুই তারকার অতীতের সম্পর্ক নিয়ে নতুন আলোচনা করছে। নেটিজেনরা দেব-শুভশ্রীর আগের সম্পর্ক এবং তাদের বর্তমান অবস্থান নিয়ে বিভিন্ন কথা বলছেন। যদিও দেব এবং শুভশ্রী দুজন এ নিয়ে কিছু বলছেন না।
আরও পড়ুনপ্রসঙ্গত, আগামী ৭ নভেম্বর মুক্তি পাচ্ছে শুভশ্রীর নতুন সিরিজ ‘অনুসন্ধান’। এর আগে ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ অনবদ্য অভিনয়ে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। এইবার তিনি হাজির হতে চলেছেন নতুন একটি চরিত্র নিয়ে। সূত্র : হিন্দুস্তান টাইমস
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1762354538.jpg)


_medium_1762344554.jpg)


