নিবন্ধন না পেয়ে ইসিতে আমরণ অনশনে আমজনতার তারেক রহমান
রাজনৈতিক দল হিসেবে আমজনতার দল নিবন্ধন না পাওয়ায় নির্বাচন কমিশন ভবনের গেটের সামনে আমরণ অনশনে বসেছেন তারেক রহমান।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ নতুন দলগুলোর নিবন্ধনের বিষয়ে সংবাদ সম্মেলনের পরই ইসির মূল ভবনের গেটের সামনে অনশনে বসেন তিনি।
এদিন বিকেল ৩টায় ইসি সচিব আখতার আহমেদ নতুন তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তের কথা জানালে বিমর্ষ হয়ে পড়েন তারেক। ব্রিফিংয়ের পরপরই তিনি ইসি সচিব ও অতিরিক্ত সচিবের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেন। পরে অতিরিক্ত সচিবের দপ্তর থেকে ঘুরে এসে অনশনে বসে পড়েন।
তিনি বলেন, নিবন্ধন না দেওয়ার কারণ জানতে চাইলেও নির্বাচন কমিশন কোনো সদুত্তর দিচ্ছে না।
আরও পড়ুনএদিকে সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ৪৩ লাখ গ্রাহকের অর্থ লুট করে, ১ মাস আগে এসে দল খুলে নিবন্ধন পেল ডেসটিনি (ডেসটিনি-২০০০ এর কর্ণধার রফিকুল আমিনের দল বাংলাদেশ আম জনগণ পার্টি), এর আগে জাতীয় লীগকে নিবন্ধনের জন্য নাম ঘোষণা করেছিল ইসি। পরে সব ফাঁস হওয়ায় স্থগিত করে। আমরা বছরের পর বছর রাজনীতি করে নিবন্ধিত হই না। রাজনীতি শুধু বুর্জোয়াদের জন্য। নিবন্ধনের ঘোষণা নয় শুধু, যারা জাতীয় লীগের নাম প্রস্তাব করেছিল, তাদের শাস্তি চাই। নাহলে আমরণ অনশন মৃত্যু দিকে ঠেলে দেবে।
ইসি সচিব জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কবাদী) ও বাংলাদেশ আম জনগণ পার্টিকের নিবন্ধন দেওয়ার কথা জানান। এদের বিরুদ্ধে এখন আপত্তি আহ্বান করে বিজ্ঞপ্তি দেওয়া হবে। কোনো আপত্তি না থাকলে বা আপত্তি থাকলে তা নিষ্পত্তির পর নিবন্ধন সনদ দেবে ইসি।
বর্তমানে ইসির নিবন্ধিত দল রয়েছে ৫৩টি। স্থগিত রয়েছে আওয়ামী লীগ ও বাতিল রয়েছে ফ্রিডম পার্টি, ঐকবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপির নিবন্ধন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক









