ভিডিও মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৫, ১১:১৫ দুপুর

আজ ৪ নভেম্বর, ঋত্বিক ঘটকের জন্মশতবার্ষিকী

আজ ৪ নভেম্বর, ঋত্বিক ঘটকের জন্মশতবার্ষিকী, ছবি: সংগৃহীত।

বিনোদনডেস্ক: ঋত্বিক কুমার ঘটক বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অন্যতম পথপ্রদর্শক। দেশভাগ থিমের ওপর নির্মিত ত্রয়ী সিনেমার জন্য তিনি বিশ্বজুড়ে স্বীকৃত। তার ‘মেঘে ঢাকা তারা’, ‘কোমল গান্ধার’ ও ‘সুবর্ণরেখা চলচ্চিত্রগুলি বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের অঙ্গ।

গুণী মানুষটির জন্ম এই বাংলার প্রাচীন নগরী ঢাকায়, ১৯২৫ সালের আজকের দিনে। জিন্দাবাজারের ঋষিকেশ দাশ লেনের প্রতাপশালী ‘ঘটক’ পরিবারে জন্ম। বাবা সুরেশ চন্দ্র ঘটক পেশায় যদিও ছিলেন ম্যাজিস্ট্রেট, তবে লিখেন কবিতা ও নাটক।সাহিত্যটা যেন রক্তে নিয়েই এসেছিলেন ঋত্বিক। অবসরের পর বাবা রাজশাহীতে বাড়ি করেন। সেখানেই কাটে ঋত্বিকের শৈশব-কৈশোর। পড়েছেন রাজশাহী কলেজিয়েট স্কুল ও রাজশাহী কলেজে। তখন দেশভাগের বিধ্বস্ত সময়।এ বাংলার অনেক মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য চলে যান ওপার বাংলায়। সে মিছিলে ছিল ঋত্বিকের পরিবারও। স্বদেশ ছেড়ে যাওয়ার বেদনা তাঁকে আঘাত করেছিল। নিজের চোখে দেখেছেন অনেক মানুষের ত্যাগ, দুর্দশা আর পীড়া। সেসব তাঁর মননে জ্বালিয়ে দেয় এমন আগুন, যা পরবর্তী জীবনে আর নেভেনি। কখনো গল্প-কবিতা হয়ে, কখনো চলচ্চিত্র রূপে বের হয়েছে স্ফূলিঙ্গ। ঋত্বিক তাঁর প্রথম নাটক ‘কালো সায়র’ রচনা করেন ১৯৪৮ সালে। ওই সময়ে বাংলার পাশাপাশি বিশ্বসাহিত্যেও বুঁদ হয়ে যান তিনি। নিজের মৌলিক লেখার সঙ্গে অনুবাদও চালান সমান্তরালে। আবার নাটক পরিচালনা আর অভিনয়ও করতেন হরদম।

চলচ্চিত্রে ঋত্বিকের যাত্রা দুই ভূমিকায়—অভিনেতা ও সহকারী পরিচালক। নিমাই ঘোষের ‘ছিন্নমূল’ [১৯৫১] তাঁর প্রথম ছবি। তবে তাঁর প্রথম নির্মাণ ‘নাগরিক’ [১৯৫৩]। প্রথম ছবিতেই ঋত্বিক বুঝিয়ে দেন, ভারতীয় ছবির ছক ভাঙতে এসেছেন তিনি। পরের ছবিগুলোতে তাঁর চিন্তা ও দর্শন আরো গভীরভাবে ফুটে ওঠে। ঋত্বিকের ‘বাড়ি থেকে পালিয়ে’, ‘মেঘে ঢাকা তারা’, ‘কোমল গান্ধার’ ‘সুবর্ণ রেখা’ কিংবা ‘তিতাস একটি নদীর নাম’ ছবিগুলো শুধু তাঁকেই খ্যাতি দেয়নি, দিয়েছে পরের প্রজন্মকে উৎসাহ; পথচলার সাহস। বাণিজ্যের সঙ্গে কখনো আপস করেননি ঋত্বিক। হয়তো তাই এমন সব ছবি বানাতে পেরেছেন, যেগুলো অর্ধশত বছর পেরিয়ে আজও দর্শকের হৃদয়ে ধাক্কা দেয়।

আরও পড়ুন

৫১ বছরের জীবন পেয়েছিলেন ঋত্বিক। এর মধ্যে কর্মজীবন বলতে গেলে আড়াই দশক। এটুকু সময়ে তিনি বানিয়েছেন আটটি পূর্ণদৈর্ঘ্য ছবি। স্বল্পদৈর্ঘ্য, তথ্যচিত্র মিলিয়ে আরো খান দশেক ছবি। তাতেই ভারতীয় চলচ্চিত্রের শ্রেষ্ঠ নির্মাতাদের একজন হয়ে উঠেছেন তিনি। বাংলা চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের প্রতিভাবান চলচ্চিত্র পরিচালক ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ ৪ নভেম্বর চলমান বছরব্যাপী “শতবর্ষী ঋত্বিক ঘটক” শীর্ষক আয়োজনটির ধারাবাহিকতার সূচনা বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্রশালা মিলনায়তনে বিকাল ৫টা শুরু হবে।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে ঋত্বিক কুমার ঘটকের জীবন ও কর্মের উপর আলোকপাত করা হবে। এছাড়া তার কালজয়ী চলচ্চিত্র “তিতাস একটি নদীর নাম” প্রদর্শন করা হবে। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র পরিচালক আকরাম খান, লেখক ও অধ্যাপক আনু মুহাম্মদ, বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের সভাপতি জহিরুল ইসলাম কচি এবং প্রামাণ্যচিত্র নির্মাতা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরিচালক শাহীন দিল রিয়াজ। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। আয়োজনটি সফল করতে সকলেক চলচ্চিত্র ও সংস্কৃতিকর্মীদের স্ববান্ধবে আমন্ত্রণ জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়োগ পেলেন ৪১ জন ডেপুটি ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল

গোছালো পুরুষ পছন্দ নয় মালাইকার

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৮ ডিসেম্বর

আন্তর্জাতিক সালিশে যাচ্ছে বাংলাদেশ ও আদানি গ্রুপ

ইতিহাস গড়ে ফিফপ্রো’র বর্ষসেরা একাদশে ইয়ামাল, নেই মেসি-রোনালদো

সিইসির কাছে ৩১ দফা দাবি পেশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি