শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার ও জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যাহত
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। সাত লক্ষাধিক মানুষের চিকিৎসার জন্য ২৫ জন ডাক্তার থাকার কথা থাকলেও মাত্র ১০ জন ডাক্তার কর্মরত রয়েছেন। এদিকে ৫০ শয্যা হাসপাতাল বলা হলেও এখনো সুযোগ-সুবিধা আগের ৩১ শয্যার মতোই রয়ে গেছে। তারপরেও কোনো রকমে চিকিৎসাসেবা চালিয়ে নেয়া হচ্ছে। এতে হাসপাতালের চিসিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
জানা গেছে, কমপ্লেক্সটিতে চিকিৎসাসেবা নিতে ওই উপজেলার রোগী ছাড়াও আশে-পাশের উপজেলাগুলো থেকেও রোগী আসে। এছাড়াও ওই উপজেলার ২০ কিলোমিটার এলাকা হাইওয়ে রাস্তা হওয়ায় প্রায় প্রতিদিনই কোনো না কোনো সড়ক দুর্ঘটনার রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যাবিশিষ্ট অবকাঠামোর উদ্বোধন করা হলেও এখনো ৩১ শয্যার সুযোগ-সুবিধাই বহাল রয়েছে। হাসাপাতালটিতে শুধু ডাক্তার সমস্যায় নয়, ২য় শ্রেণির ৩১টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৩০ জন কর্মকর্তা, আর ৩য় শ্রেণির পদ আছে ৩১ ট যেখানে কর্মরত রয়েছেন ২০ জন। ৪র্থ শ্রেণির ২২টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন পাঁচজন।
সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, ধারণক্ষমতার প্রায় আড়াই থেকে তিনগুণ রোগী ভর্তি আছেন হাসপাতালটিতে। রোগীদের চাপ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী জানান, নানা সমস্যার কারণে রোগীদের চিকিৎসাসেবা কিছুটা ব্যাহত হলেও আমরা রোগীদেরকে চিকিৎসা সেবা অব্যাহত রেখেছি। তাছাড়া এই হাসপাতালে প্রতিদিন আউটডোরে সহস্রাধিক রোগী চিকিৎসা নিতে আসেন, তাই ডাক্তারসহ সব কিছুই এখানে প্রয়োজন। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়গুলো জানিয়েছি। আশা করছি, খুব দ্রুত সমস্যা সমাধান হবে।
আরও পড়ুন
মন্তব্য করুন



_medium_1762181685.jpg)
_medium_1762181354.jpg)



_medium_1759923065.jpg)

