ভিডিও শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে জ্যোতি-মারুফারা

দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে জ্যোতি-মারুফা

ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে মঙ্গলবার দেশে ফিরেছিল বাংলাদেশ নারী দল। মেগা টুর্নামেন্টটিতে মোটে এক ম্যাচে জয় পেয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। পুরো টুর্নামেন্টজুড়ে একাধিক ম্যাচে বোলাররা জয়ের সুযোগ তৈরি করলেও ব্যাটারদের ব্যর্থতায় তা কাজে আসেনি। ধারাবাহিক হতে পারেননি কেউই। দেশে ফিরেই ক্রিকেটাররা যখন ঘরোয়া ক্রিকেটের প্রস্তুতি নিচ্ছেন, তখন ভিন্ন পথে জ্যোতি-মারুফারা। 

বিশ্বকাপে আট ম্যাচ খেলে আসার পর বিশ্রামের সুযোগ নেই ক্রিকেটারদের। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই মাঠে নামতে হবে এনসিএল টি-টোয়েন্টির জন্য। যেখানে অংশগ্রহণ করবেন ৮ বিভাগের ক্রিকেটাররা। তবে জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার সেখানে খেলবেন না। মূলত লম্বা সময় ধরে ক্রিকেট খেলাসহ ইনজুরি থাকায় বিশ্রামে থাকবেন তারা।

নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার এবং মারুফা আক্তার আসন্ন এনসিএলে খেলবেন না। এই সময়ে তারা বিশ্রামে থাকবেন। সবশেষ বিশ্বকাপের সময়ে মুম্বাইয়ে চিকিৎসক দেখিয়েছেন তারা। সেই পরামর্শ অনুযায়ী তারা মাঠের বাইরে থাকবেন। 

আরও পড়ুন

এদিকে, ডিসেম্বরে ভারত সফর দিয়ে আবারও মাঠের ক্রিকেটে ফেরার কথা রয়েছে জ্যোতি-মারুফাদের। এর আগে মাসের প্রথম সপ্তাহ থেকেই প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। তবে বাংলাদেশ-ভারত সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি। আলোচনা চলমান রয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে। ধারণা করা হচ্ছে– ডিসেম্বরের মাঝামাঝিতে সিরিজের ম্যাচগুলো হতে পারে কলকাতা ও কটকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলচ্চিত্রে নায়ক রাজ রাজ্জাকের ছয় দশক

মধ্যনগরের সেই ছেলেটিই আজকের অভি মঈনুদ্দীন

আওয়ামী লীগ আরও ৫০ বছর ঝটিকা মিছিল করলেও লাভ হবে না: প্রেস সচিব

মারুফার উদ্দেশে যে বার্তা দিলেন ভারতীয় ক্রিকেটার জেমিমাহ

আজ ভূত দিবস

আজব কারখানা নিয়ে এসেছে গানওয়ালাদের গান ২