মাঠে মিলল কৃষকের পা ও গলা বাঁধা মরদেহ
ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামের মাঠ থেকে ইসাহাক আলী (৬৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির পা ও গলা বাঁধা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিহত ইসাহাক আলী রাঙ্গিয়ার পোতা গ্রামের বাসিন্দা।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বংকিরা-রাঙ্গিয়ারপোতা সড়কের বটদাড়ির মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় গিয়াস উদ্দীন জানান, সকালে রাস্তার পাশে ধানক্ষেতের আইলে ইসাহাক আলীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকরা। পরে তারা খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এরপর মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুনমৃতের স্বজনদের দাবি, ঘাতকরা হাত-পা বেঁধে ইসাহাক আলীকে হত্যা করেছে। এ ঘটনায় তারা মামলা করবেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান তারা।
ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিছুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে পা বেঁধে গলায় ফাঁস দিয়ে ইসাহাক আলীকে হত্যা করে ওই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা দ্রুত শনাক্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার কাজ চলছে।
মন্তব্য করুন









